শিরোনাম
পিরোজপুর, ১২ আগস্ট, ২০২৪ (বাসস): সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের স্মরণে জেলা শহরে আজ এক শোকসভার অনষ্ঠিত হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কার্যালয় আজ বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া শোকসভায় সভাপতিত্ব করেন- বীরমুক্তিযোদ্ধা নূরবিদা খালেদ রবি।
এ সময় বীরমুক্তিযোদ্ধা ওবায়দুল কবীর বাদল, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক সেন্টু, মরহুমের একমাত্র কন্যা গাজী তানজিয়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
জেলা বিএনপির সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল গত ৫ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে ৭৫ বছর বয়সে গাজী নুরুজ্জামান বাবুল মৃত্যুবরণ করেন।