শিরোনাম
রাঙ্গামাটি, ১৩ আগস্ট, ২০২৪ (বাসস): সারাদেশে সন্ত্রাসীদের নৈরাজ্য ও সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শহরের মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, কেন্দ্রীয় যুবদলের উপজাতি বিষয়ক সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম ও পৌর বিএনপির সভাপতি মো. শফিউল আজম।
এ সময় বক্তরা বলেন, ক্ষমতা হারানোর পর আওয়ামীলীগ আবারো ষড়যন্ত্র করছে। তারা সাম্প্রদায়িক উষ্কানি দিচ্ছে ও বিভিন্ন স্থানে হামলা করছে। বিএনপি রাজপথে থেকে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।