শিরোনাম
রাঙ্গামাটি, ১৪ আগস্ট, ২০২৪(বাসস) : জেলার রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে চাঁদেরগাড়ি (জীপগাড়ি) খাদে পড়ে দুইজন নিহত এবং ছয়জন যাত্রী আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় যাত্রীরা চাঁদেরগাড়ি করে জুরাছড়ি উপজেলার পানকাটা ছড়া যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজস্থলী উপজেলার বালুমুড়া গ্রামের বাসিন্দা পুচিংমং মারমার ছেলে চিনিমং মারমা (২০) ও মনু চাকমা নামে আরেক ব্যক্তি। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন- কালাকেতু (৫০), বর্ম চাকমা (২০), বস্তা চাকমা (৪৫), দলাইয়ে চাকমা (৪০), কেচিনো মারমা (৩৮) ও সুরেশ চাকমা (২৫)। তারা সবাই জুরাছড়ি এলাকার একই গ্রামের বাসিন্দা।
রাজস্থলী উপজেলা ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার বাসসকে জানান, গতকাল সন্ধ্যায় বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের পথে পানকাটাছড়া নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে একজন নিহত হয় ও আহতদের রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে আরেকজনের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সৌমেন্দ্র নাথ বাসসকে জানান, মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্ঘটনাকবলিত এলাকা থেকে আটজন রোগী আনা হলে সেখানে দুইজনকে মৃত পাওয়া যায়। অপর ছয়জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকি দুইজন চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।
জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম আজ বুধবার বেলা ১১টায় মুঠোফোনে বাসসকে জানান, আমরা সীমান্ত সড়কে দুর্ঘটনায় হতাহতের খবর পেয়েছি। এখনো এ বিষয়ে আমাদের সঙ্গে কেউ যোগাযোগ বা অভিযোগ করেনি। তবে ওখানের স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিষয়টি বিস্তারিত জেনে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।