বাসস
  ১৮ আগস্ট ২০২৪, ০০:০৯

সাবেক সচিব শাহ কামাল গ্রেফতার

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৪ ( বাসস): রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে বিপুল পরিমাণে দেশি-বিদেশি মুদ্রাসহ তিন কোটি টাকা উদ্ধারের ঘটনায় অভিযোগে সাবেক সচিব শাহ কামালকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 
এতে বলা হয়, রাজধানীর মহাখালী এলাকা থেকে আজ রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গতকাল ১৬ আগস্ট  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাবর রোডের বাসায় ডিএমপি'র একটি অভিযানে ৩ কোটি ১ লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়েছিল।