বাসস
  ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩১
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১২

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ুন গ্রেফতার

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস): সাবেক শিল্পমন্ত্রী ও সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ বুধবার ভোরে রাজধানীর  গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয় । র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মুনিম ফেরদৌস বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় তাকে  গ্রেফতার করা হয়েছে।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে  ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি ।