বাসস
  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৭

লালমনিরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ নয়নের পরিবারকে বিএনপি’র আর্থিক সহযোগিতা

লালমনিরহাট, ৩০ সেপ্টেম্বর ২০২৪ (বাসস) : জেলায় আজ বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ নয়ন মিয়ার পরিবারকে  আর্থিক  সহযোগিতা  প্রদান করেছে  লালমনিরহাট জেলা বিএনপি।
আজ সোমবার দুপুরে জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা গ্রামে পারিবারিক কবরস্থানে সমাহিত নয়ন মিয়ার কবর জিয়ারত শেষে তার পরিবারের লোকজনের সাথে কথা বলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও  লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু। 
এ সময় বিএনপি’র পক্ষ থেকে নয়ন মিয়ার স্ত্রী রিপা আক্তার ও শ্বশুর এরশাদুল হকের হাতে একলাখ টাকা তুলে দেয়া হয়।
পরে ওই গ্রামে আয়োজিত শোকসভায় বক্তব্য দেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও  লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু। 
এ সময় জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আদিতমারি উপজেলা বিএনপির সদস্য সচিব সালেকুজ্জামান সালেক, জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিস-সহ বিএনপির জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট রাজধানীর কাঁঠালবাগানে গুলিবিদ্ধ হন নয়ন মিয়া। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।