বাসস
  ১১ অক্টোবর ২০২৪, ১২:৪৮

শারদীয় দুর্গোৎসব: হিলি স্থলবন্দরে বিজিবি ও বিএসএফের মিষ্টি বিনিময়

দিনাজপুর, ১১ অক্টোবর, ২০২৪ (বাসস): শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দিনাজপুর হিলি স্থলবন্দরে মিষ্টি বিনিময় করেছে বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনী  বিজিবি ও বিএসএফ।
 
গতকাল বৃহসপতিবার বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা সীমান্তের শুন্য রেখায় পরষ্পরের হাতে মিষ্টি তুলে দিয়ে দুর্গা পূজার শুভেচ্ছা বিনিময় করেন।

দিনাজপুর হিলি সীমান্তের নিরাপত্তার দ্বায়িত্বে থাকা জয়পুরহাট বিজিবি ২০ ব্যাটালিয়নের হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাত হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা ৫ প্যাকেট মিষ্টি তুলে দেন ভারতের বিএসএফের ৬১ ব্যাটালিয়নের হিলি ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি বিজয় শর্মার হাতে। এসময় বিজিবির হাতে  মিষ্টির প্যাকেট তুলে দেয় বিএসএফ সদস্যরা।

কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধীর্ঘদিন ধরেই বিভিন্ন দিবস ও উৎসবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এভাবে পরষ্পরকে শুভেচ্ছা জানানোর প্রচলন রয়েছে। এতে উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে পেশাদ্বারিত্বের সম্পর্ক সুদৃঢ় হয়।