বাসস
  ১১ অক্টোবর ২০২৪, ১৩:১৩

টাঙ্গাইলে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইল, ১১ অক্টোবর, ২০২৪ (বাসস) : জেলার কালিহাতী উপজেলায়  ট্রাক ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছে। এ ঘটনায়  গুরুতর আহত হয়েছেন কাভার্ডভ্যানের চালক।  আহত ওই চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
 
আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের সল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকের চালক ঠাকুরগাঁওয়ের মহেষপুর এলাকার মো. আজহার আলীর ছেলে আনোয়ারুল ইসলাম (৩০)। তবে হেলপারের পরিচয় তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি।
 
এলেঙ্গা ফায়ারসার্ভিসের ইনচার্জ আতাউর রহমান ও যমুনা সেতু পূর্ব থানার এসআই শাহাদত হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাবার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়। অবশ্য ঘটনাস্থলেই মারা যায় ট্রাকের চালক ও হেলপার। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এসআই শাহাদত হোসেন।