কাল চট্টগ্রাম আসছেন নবনির্বাচিত মেয়র ডা. শাহাদাত
০৪ নভেম্বর ২০২৪, ২০:১৯ | বাসস
চট্টগ্রাম, ৪ নভেম্বর ২০২৪ (বাসস) : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন আগামীকাল চট্টগ্রাম আসছেন।
নতুন মেয়র আগামীকাল ৫ নভেম্বর মঙ্গলবার সকাল ৭টায় ট্রেনযোগে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবেন বলে জানা গেছে। বেলা ১২টায় ট্রেনটি চট্টগ্রামে পৌঁছানোর কথা।
ট্রেন থেকে নেমে পুরাতন রেল স্টেশন চত্বরে তিনি দলের নেতাকর্মী ও সুধীজনের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। এরপর হযরত আমানত শাহ (রা.) ও হযরত বদর শাহ (রা.) মাজার জিয়ারত করবেন। এরপর তিনি লালদিঘি পাড় সংলগ্ন চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের সম্মেলন কক্ষে চসিকের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করবেন এবং সংবাদ সম্মেলন করবেন । এরপর তিনি টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে ভবনে যাবেন। সেখানে দোয়া মাহফিলে অংশগ্রহণশেষে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন।