তারেক রহমানকে ঐক্যবদ্ধ জাতি স্বসম্মানে দেশে ফিরিয়ে আনবে : ডা. জাহিদ
১০ নভেম্বর ২০২৪, ২৩:৫৯ | বাসস
ময়মনসিংহ, ১০ নভেম্বর, ২০২৪ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অচিরেই ঐক্যবদ্ধ জাতি স্বসম্মানে দেশে ফিরিয়ে আনবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশে আছেন। কিন্তু আরেক নেত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আল্লাহ কাউকে ছাড় দেন না।
জাহিদ আরো বলেন, আগামী দিনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে এদেশে কোন বৈষম্য থাকবে না। তাই ৭ নভেম্বরের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে গনতন্ত্রের বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র রুখে দিতে হবে।
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আজ সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অডিটরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত পেশাজীবি পরিষদ ময়মনসিংহ বিভাগীয় কমিটির আহবায়ক কৃষিবিদ প্রফেসর ড. মো. শাহজাহান।
সংগঠনের সাধারন সম্পাদক ডা: মোহাম্মদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন বাকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. একে ফজলুল হক ভুইয়া, ভিসি প্রফেসর ড. জিকেএম মুস্তাফিজুর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, সাবেক এমপি শাহ নুরুল কবির শাহীন, মহানগর বিএনপির আহবায়ক একেএম শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, এডভোকেট এমএ বারী, ড্যাব নেতা ডা. ওয়ালিউল্লাহ, ডা. একেএম মুসা শাহীন, এডভোকেট নুরুল হক।
এতে পেশাজীবীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।