শিরোনাম
ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : বাংলাদেশে জুলাই-আগস্ট বিপ্লব ও গণঅভ্যুত্থান নিয়ে বিশিষ্ট লেখক ও সমাজকর্মী আবু জাফর জুবায়ের সম্পাদিত ‘গ্রাফিতি অফ রেভলিউশন: বাংলাদেশ ২০২৪- দ্য স্টোরি অফ আ মাস আপরাইজিং থ্রু আর্ট’ নামে প্যারিস থেকে একটি বই প্রকাশিত হয়েছে।
এমাজন মার্কেটপ্লেস থেকে প্রকাশিত এই বইয়ে ২০২৪ সালের বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় তৈরি গ্রাফিতি, ম্যুরাল এবং ষ্ট্রিট আর্টের মাধ্যমে সেই ঐতিহাসিক আন্দোলনের চিত্র তুলে ধরা হয়েছে। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানা যায়।
উল্লেখ্য, ১০২ পৃষ্ঠার এই বইয়ে বিপ্লবী শিল্পকর্মের মাধ্যমে সাহসিকতা, আশা এবং অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদের গল্প বলা হয়েছে। প্রতিটি গ্রাফিতি সেই সময়ের মানুষের আবেগ এবং পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন।
এ বিষয়ে আবু জাফর বলেন, ‘প্রতিবাদের সময়, বিপ্লবের সময় গ্রাফিতি, মানুষের বেদনা এবং পরিবর্তনের জন্য লড়াই করার এক মাধ্যম হয়ে উঠেছিল। এই বইটি সেই মুহূর্তগুলো সংরক্ষণ করেছে, যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে’।