বাসস
  ০৮ ডিসেম্বর ২০২৪, ১৯:০৬

গণতান্ত্রিক সমাজ গড়তে রাজনৈতিক সমঝোতার ওপর গুরুত্বারোপ  

ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : একটি গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠার জন্য জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা মুখ্য ভূমিকা রেখেছেন তাদের মধ্যে ঐক্যমতের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বক্তারা। 

আজ জাতীয় প্রেসক্লাবে অরাজনৈতিক প্ল্যাটফর্ম গণতান্ত্রিক স্টেট কাউন্সিল (ডিএসসি) অয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
 
আলোচনায় তারা বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আদর্শকে ধ্বংস করেছে। তবে জুলাই-আগস্টের অভ্যুত্থান সব রাজনৈতিক শক্তির মধ্যে সমঝোতার সুযোগ তৈরি করেছে।

অনুষ্ঠানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের দাবির সঙ্গে তার দলের কোনো পার্থক্য নেই, তবে যেকোনো সিদ্ধান্ত জাতীয় ঐক্যমতের ভিত্তিতে হতে হবে।

অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে প্রতিবেশী ভারতের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, একটি গণতান্ত্রিক দেশ হওয়া সত্ত্বেও ভারত তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারেনি। 

আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন প্রসঙ্গে সাইফুল হক বলেন, দলটিকে গণহত্যার বিচারের মুখোমুখি করতে হবে। তিনি বলেন, বিচার ছাড়া দলটির অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে প্রবেশের অধিকার নেই।

সাইফুল হক বলেন, আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে না, কারণ এতে দলের অপকর্মের বিষয় মানুষ ভুলে যেতে পারে। 

আলোচনায় অংশ নিয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক এবং বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিল এবং আত্মত্যাগ করেছে। এখন সবাই তাদের সব দাবি আদায় করতে চায়, যা এক সঙ্গে সম্ভব নয়।

তিনি আরও বলেন, ‘সুতরাং আন্দোলনের সকল অংশীজনের মধ্যে আমাদের একটি জাতীয় ঐকমত্য গঠন করতে হবে, যা সকলের স্বার্থ পূরণ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে সহায়তা করতে পারে।’

বিশিষ্ট গবেষক ড. তোফায়েল আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সব সংস্কার সম্পন্ন করতে হবে।

ডিএসসির আহ্বায়ক শেখ আবদুন নূরের সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল ইসলাম, আশরাফ কায়সার ও অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।