শিরোনাম
কুড়িগ্রাম, ৯ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে (কুড়িকৃবি) আজ থেকে শুরু হয়েছে একাডেমিক কার্যক্রম। শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীরা। এ বছর এগ্রিকালচার ও ফিশারিজ অনুষদে ৪০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সুত্রে জানা গেছে, এ বছর ৮০ আসনে ভর্তির সুযোগ থাকলেও প্রথম পর্যায়ে এগ্রিকালচার অনুষদে ৩২ জন এবং ফিশারিজ অনুষদে ২২ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে। ফাঁকা আসনে অপেক্ষমান তালিকা থেকে ভর্তির সুযোগ থাকবে। অপেক্ষমান তালিকা থেকে নির্বাচিতদের আগামী ২২ ডিসেম্বর ভর্তি করা হবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
সূত্রমতে , বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য কুড়িগ্রাম শহরের দক্ষিণে নালিয়ার দোলা নামক স্থানে জায়গা নির্ধারণ করা হয়েছে। স্থায়ী ক্যাম্পাস না হওয়া পর্যন্ত অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করা হবে। কুড়িগ্রাম শহরের ভোকেশনাল মোড় এলাকায় প্রশাসনিক ভবন এবং শহরের টেক্সটাইল মোড় সংলগ্ন স্থানে একাডেমিক ভবন ভাড়া নেওয়া হয়েছে। আপাতত এসব ভবনে কার্যক্রম চলবে।
শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল মাইমানি বলেন, আমি কৃষি অনুষদে ভর্তি হয়েছি। বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র হতে পেরে খুবই ভালো লাগছে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, আজ শিক্ষার্থী ভর্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমি কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। শিক্ষার্থীদের সুবিধার্থে অনান্য বিশ্ববিদ্যালয়ের সাথে কানেকটিভিটি রেখে শিক্ষা ব্যবস্থায় সমতা রাখার চেষ্টা থাকবে। আশা করি জেলার আর্থসামাজিক উন্নয়নের পেক্ষাপটে বিশ্ববিদ্যালয়টি বিশেষ অবদান রাখবে।