বাসস
  ২৩ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৫

লক্ষ্মীপুরে রোববার রাতে শীতবস্ত্র বিতরণ

 

লক্ষ্মীপুর, ২৩ ডিসেম্বর, ২০২৪(বাসস) : জেলার রামগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে রোববার রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনঅসহায়  দুস্থ শ্রমিক ও বিভিন্ন এতিমখানায় এসব বস্ত্র ও কম্বল বিতরণ করেন। এছাড়া উপজেলার টামটা,নন্দনপুর ও সোনাপুর চৌরাস্তাসহ বিভিন্ন এতিম খানা ও মাদ্রাসায় শিক্ষার্থীদের মাধ্যে ও শীত বস্ত্র বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। একইভাবে জেলার সদরসহ অন্য উপজেলায় প্রশাসনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়।

এসময় শীতার্তদের মাধ্যে প্রায় ৫০০ কম্বল ও শীত বস্ত্র বিতরণ করা হয়।