শিরোনাম
ঝিনাইদহ, ২৩ ডিসেম্বর ২০২৪ (বাসস): জেলায় আজ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত সাংবাদিকদের জন্য তিনদিন ব্যাপী বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ শেষে অংশগ্রহনকারী স্থানীয় সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা হয়। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে পিআইবি’র অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক পারভীন সুলতানা রাব্বী, ড্যাফোডিল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জামিল খান, ট্রেইনার নাজিয়া আফরিন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচীতে জেলা সদর ও বিভিন্ন উপজেলায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।