বাসস
  ২৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৫২

সিলেটে বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন

সিলেট, ২৫ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : বর্ণিল আয়োজনে সিলেটে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার গির্জাগুলোতে দেখা যাচ্ছে উৎসবের আমেজ।

প্রতিবছরের মতো এবারও সিলেটের খ্রিষ্টান ধর্মাবলম্বীরা জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করছেন। রঙিন আলোকমালায় সেজে উঠেছে সিলেটের চার্চগুলো।

সকাল থেকেই নতুন জামাকাপড় পড়ে গির্জাগুলোতে আসেন খ্রিষ্টান ধর্মালম্বীরা। এ সময় বড়দের পাশাপাশি শিশুরাও মেতে উঠে উচ্ছ্বাসে। শিশুদের মাঝেই এই উচ্ছ্বাসটা বেশি দেখা গেছে।

সকাল সাড়ে ১০টায় সিলেটের প্রেস বিটারিয়ান চার্চে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা শেষে গান পরিবেশন করা হয়। সিলেটে বড়দিন উপলক্ষে দিনব্যাপী রয়েছে কেক কাটা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকল সংকট কাটিয়ে পৃথিবী হয়ে উঠবে নির্মল এমন প্রত্যাশা সকলের।

সকালে কেক কাটা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপি সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও প্রশাসনের কর্মকর্তারা।

সিলেট প্রেসবিটারিয়ান চার্চের সাধারণ সম্পাদক উইলসন গ্রে বলেন, বড়দিন ঘিরে আমরা সপ্তাহব্যাপী নানা আয়োজন করেছি। এসব আয়োজনের মধ্যে নগর কীর্তন, বড়দিনের উপাসনা, কেক কাটা, পিঠা পর্ব, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।

তিনি আরো বলেন, আমরা আশা করছি, প্রশাসনসহ সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে আমরা এবারের বড়দিনের উৎসব উদযাপন করতে পারবো। প্রেসব্রিটারিয়ান চার্চের ফাদার নিঝুম সাংমা বলেন, ‘সিলেট একটি সম্প্রীতির নগরী। শুধু ধর্মীয় সম্প্রীতিই নয়, রাজনৈতিকভাবেও সিলেট সম্প্রীতির শহর।’ তিনি আরও বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছুটা ভয়ে ছিলাম, ধর্মীয় উৎসব পালন করতে পারব কিনা। কিন্তু আমরা উৎসবমুখর পরিবেশেই বড়দিন উদযাপন করছি। আমরা আশা করি, সিলেটের মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাই যেন মিলেমিশে শান্তিপূর্ণভাবে সহাবস্থানে থাকেন।

কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রয়েছে কড়া নজরদারির ব্যবস্থা। প্রতিটি গির্জায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। নির্বিঘ্ন উৎসব নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সিলেট মহানগর পুলিশ।

এদিকে বড়দিন উদযাপন উপলক্ষে সিলেট নগরী ও আশপাশে অবস্থিত চার্চগুলো উৎসবের রঙে রঙ্গিন করা হয়েছে।

বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের ঘরে ঘরে জ্বালানো হয়েছে রঙিন আলো। সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি।

বড়দিনের উৎসবকে ঘিরে আনন্দমুখর আয়োজনে পিছিয়ে নেই অভিজাত হোটেলগুলোও। রঙিন বাতি, ফুল আর প্রতীকী ক্রিসমাস ট্রিতে সাজানো হয়েছে।