শিরোনাম
॥ হারুন আল নাসিফ॥
ঢাকা, ১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ২০২৫ সাল আমাদের সামনে নিয়ে এসেছে সম্ভাবনার নতুন দ্বার। বিগত বছরগুলোর চ্যালেঞ্জ এবং অর্জনের আলোকে বাংলাদেশ এখন এক নতুন উচ্চতায় পৌঁছানোর স্বপ্ন দেখছে। প্রযুক্তি, অর্থনীতি, শিক্ষা এবং পরিবেশের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে আমরা ইতিমধ্যেই উন্নয়নের পথে এগিয়ে আছি। ২০২৫ সালে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনার ভিত্তিতে আমরা আরও শক্তিশালী এবং স্বনির্ভর হওয়ার প্রত্যাশা করি।
২০২৪ সাল ছিল বাংলাদেশের ইতিহাসে আরেকটি গৌরবময় অধ্যায়। গণ-অভ্যুত্থানের অগ্নিশিখা পুরো জাতিকে একত্র করেছিল এক অভিন্ন স্বপ্নে—ন্যায়, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন। সেই সংগ্রামের উত্তাপে জেগে উঠেছিল বাংলাদেশের মানুষ; তারা বুঝেছিল, অন্যায়ের বিরুদ্ধে একতাবদ্ধ হলেই আসে মুক্তি।
এই জাগরণের প্রতিধ্বনি নিয়ে আমরা পা রাখছি ২০২৫ সালে। অতীতের অভিজ্ঞতা, সংগ্রামের প্রেরণা এবং আশার আলোকে গড়ে উঠবে আমাদের আগামী।
২০২৪: গণ-অভ্যুত্থানের অগ্নিজ্যোতি
২০২৪ সাল যেন ছিল নতুন এক বসন্তের অগ্রদূত।
যেখানে তৃষ্ণার্ত মাটি পেয়েছিল বৃষ্টির ছোঁয়া,
মানুষের হৃদয়ে জ্বলে উঠেছিল পরিবর্তনের আগুন।
অন্যায়, অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে যে আওয়াজ উঠেছিল তা ছিল লাখো কণ্ঠে ধ্বনিত একটি স্বাধীনতার গান।
গণতন্ত্রের সূর্য ছিল ম্লান, তবে হারায়নি আলো।
তরুণদের চেতনাশক্তি, নারীদের অবিচল মনোবল,
কৃষকের ন্যায্য অধিকার আর শ্রমিকের ঘামে ভেজা মাটি— সব মিলে তৈরি হয়েছিল একটি অভিন্ন সুর।
এ সুর শুধু সংগ্রামের নয়, ছিল নতুন এক ভোরের প্রতিশ্রুতি।
২০২৫: পরিবর্তনের পথে
২০২৫ সালকে আমরা স্বাগত জানাই সেই সংগ্রামের অর্জনকে সঙ্গে নিয়ে।
মানবাধিকার প্রতিষ্ঠার স্বপ্ন: গণ-অভ্যুত্থানের যে চেতনা জাগ্রত হয়েছিল, তা নিয়ে সমাজের প্রতিটি স্তরে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
শিক্ষা ও সচেতনতা: মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুজ্জীবিত করে, নতুন প্রজন্মের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ ও ঐক্যের বীজ বপন করতে হবে।
অর্থনৈতিক অগ্রগতি: বৈষম্য দূর করে সবার জন্য সমান সুযোগ তৈরি করা হবে গণ-অভ্যুত্থানের আসল জয়
আশার কাব্য
তুমি কি শুনতে পাও, নতুন দিনের আহ্বান?
গণজাগরণের মন্ত্রে বাঁধা শত কোটি প্রাণ।
অন্ধকারে হারিয়ে গেলেও ফিরে আসে আলো,
অন্যায়ের শৃঙ্খল ভাঙে সাহসের জ্বালো।
এই বছর হোক আমাদের নবজাগরণের বছর,
তরুণদের হাত ধরে এগিয়ে যাক দেশের প্রহর।
সব হারানোর যন্ত্রণা হবে নতুন শক্তি,
বাংলার মাটিতে জ্বলবে মুক্তির বাতি।
২০২৪ সালের গণ-অভ্যুত্থান আমাদের মনে করিয়ে দেয়, ঐক্যবদ্ধ জাতি সব বাঁধা অতিক্রম করতে পারে। ২০২৫ সাল সেই চেতনা নিয়ে এগিয়ে যাওয়ার একটি সুযোগ। আসুন, আমরা সবাই মিলে গড়ে তুলি একটি নতুন বাংলাদেশ, যেখানে প্রতিটি স্বপ্নই হবে বাস্তবতার আলোকিত প্রতিফলন।
২০২৫ সাল হোক গণতন্ত্র, ন্যায় এবং উন্নয়নের পথে নতুন সূর্যের উত্থান।