সরকারের জনগুরুত্বপূর্ণ কার্যক্রমকে প্রাধান্য দিয়ে সংবাদ প্রচারের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার

বাসস
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৯:৪৬
সরকারের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর। ছবি: পিআইডি

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৫(বাসস): জনগুরুত্বপূর্ণ কার্যক্রমকে প্রাধান্য দিয়ে সংবাদ প্রচারের আহ্বান জানিয়েছেন সরকারের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর।

আজ সোমবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আধুনিক জনসংযোগ কৌশল, ধারণা ও বিকাশ বিষয়ক অভ্যন্তরীণ প্রশিক্ষণে তিনি এ আহ্বান জানান। খবর তথ্য বিবরণীর।

প্রধান তথ্য কর্মকর্তা সংবাদ সম্মেলন আয়োজন ও তথ্য বিবরণী প্রকাশের ওপর জোর দেন এবং সামাজিক  যোগাযোগ মাধ্যম ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

 আধুনিক জনসংযোগ কৌশল প্রয়োগের ওপর গুরুত্বারোপ করে প্রধান তিনি  বলেন, মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের অন্যতম দায়িত্ব হলো উপদেষ্টাদের গুরুত্বপূর্ণ কার্যক্রমের সংবাদ প্রচার করা। পাশাপাশি স্ব-স্ব মন্ত্রণালয়ের জনগুরুত্বপূর্ণ ও উন্নয়ন কার্যক্রম-সংক্রান্ত  সংবাদ গণমাধ্যমে প্রচার করাও তাদের দায়িত্ব। তিনি বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ প্রচারের জন্য জনসংযোগ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

এসময় প্রধান তথ্য কর্মকর্তা নিত্যপণ্যের মূল্যের নিম্নগতি, আইন-শৃংখলা পরিস্থিতির উন্নয়ন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসার অগ্রগতি এবং সরকারের বিভিন্ন পদক্ষেপ বিষয়ে প্রতিবেদন প্রচারে  জনসংযোগ কর্মকর্তাদের  নির্দেশনা দেন।

গুজবকে তথ্য সন্ত্রাসের সঙ্গে তুলনা করে নিজামূল কবীর বলেন, তথ্য প্রযুক্তির এ যুগে গুজব প্রতিরোধ করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি স্ব-স্ব মন্ত্রণালয়-সংক্রান্ত গুজব প্রতিরোধে জনসংযোগ কর্মকর্তাদের আরো দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।

তারুণ্যের উৎসব-২০২৫ প্রসঙ্গে প্রধান তথ্য কর্মকর্তা বলেন, প্রত্যেক জনসংযোগ কর্মকর্তাকে  গুরুত্ব সহকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তারুণ্যের উৎসব উদ্যাপন-সংক্রান্ত তথ্য সংগ্রহ ও প্রচার করতে হবে। তিনি তারুণ্যের উৎসব বিষয়ে ফিচার ও নিবন্ধ লেখার জন্য জনসংযোগ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

দিনব্যাপী এই প্রশিক্ষণে সিনিয়র উপপ্রধান তথ্য কর্মকর্তা (প্রেস) ম. জাভেদ ইকবাল, উপপ্রধান তথ্য কর্মকর্তা (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আলী সরকারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও তথ্য অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০