চট্টগ্রামে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা টিপু কারাগারে

বাসস
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ২০:১৬
ফাইল ছবি

চট্টগ্রাম, ২০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আবদুল লতিফ টিপুকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। 

রোববার দিবাগত রাত ২টায় নগরীর ব্যাটারি গলির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার দুপুরে টিপুকে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমানের আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

নগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ টিপু কোতোয়ালী থানার একটি বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

টিপুর আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুল হক বলেন, রোববার দিবাগত রাতে তাকে গ্রেফতারের পর সোমবার দুপুরে আদালতে তোলা হয়। আদালত মূল নথি প্রাপ্তি সাপেক্ষে শুনানির জন্য অপেক্ষমান রেখে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। 

গ্রেফতারকৃত টিপু সাবেক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এম এ মান্নানের ছেলে। তার আরেক ভাই মো. দিদারুল আলম নগর যুবলীগের সাধারণ সম্পাদক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজাগামী ফ্লোটিলা থেকে ৩৬ জন নাগরিকের দেশে ফেরার কথা রয়েছে : তুরস্ক
পটুয়াখালীতে ৭ দিনেও খোঁজ মেলেনি ৫ জেলের
চাঁদপুরে ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে নৌ র‌্যালি
মহেশপুরে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
লক্ষ্মীপুরের মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞা, জেলে শূন্য নদী
মিশর গাজার ভবিষ্যৎ নিয়ে ফিলিস্তিনি সম্মেলন আয়োজন করবে : হামাস
চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
পিরোজপুরে জেলা বিএনপি নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
মিউনিখ বিমানবন্দর ফের চালু
কর্ণফুলী টানেলে বাস উল্টে আহত ৪
১০