চট্টগ্রাম-কক্সবাজার রুটে ১ ফেব্রুয়ারি থেকে চলবে নতুন ট্রেন প্রবাল ও সৈকত 

বাসস
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ২০:২১
ফাইল ছবি

চট্টগ্রাম, ২০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : আগামী ১ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে দুই জোড়া নতুন ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেন দু’টির নাম ‘সৈকত এক্সপ্রেস’ ও ‘প্রবাল এক্সপ্রেস’।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ের বিভাগীয় রেল ব্যবস্থাপক (চট্টগ্রাম) এ বি এম কামরুজ্জামান বলেন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে এখন থেকে দুই জোড়া ট্রেন নিয়মিত চলাচল করবে। এসব ট্রেন বিভিন্ন স্টেশনে থামবে এবং যাত্রী ওঠানামা করা যাবে।

আজ সোমবার রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার ও তৎসংলগ্ন এলাকার যাত্রী এবং পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপদ ভ্রমণের জন্য চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুই জোড়া ট্রেন পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যা আগামী ১ ফেব্রুয়ারি থেকে চলাচল করবে।

নির্ধারিত সময়সীমা অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ‘সৈকত এক্সপ্রেস’ (ট্রেন নম্বর- ৮২১) প্রতিদিন সকাল সোয়া ৬টায় চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে। সকাল ৯টা ৫৫ মিনিটে ট্রেনটি কক্সবাজার পৌঁছাবে। একই ট্রেন রাত সোয়া ৮টায় কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে ছাড়বে। রাত ১১টা ৫০ মিনিটে ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছাবে। সৈকত এক্সপ্রেস যাত্রী ওঠানামার জন্য ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা ও রামু স্টেশনে থামবে।

এছাড়া ‘প্রবাল এক্সপ্রেস’ (ট্রেন নম্বর-৮২২) সকাল ১০টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে। চট্টগ্রামে দুপুর ২টা ২৫ মিনিটে ট্রেনটি পৌঁছাবে। একই ট্রেন আবার বেলা ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে সন্ধ্যা ৭টায় কক্সবাজার পৌঁছাবে। প্রবাল এক্সপ্রেস যাত্রাপথে থামবে ষোলশহর, গোমদণ্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলাহাজারা, ইসলামাবাদ ও রামু স্টেশন।

প্রতি সোমবার সৈকত ও প্রবাল এক্সপ্রেসের চলাচল সাপ্তাহিক বন্ধ থাকবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বায়তুল মুকাররম প্রাঙ্গণে ইসলামি বইমেলা শুরু কাল 
ইরানের ক্ষতিগ্রস্ত স্থাপনার নিচে এখনো রয়েছে সমৃদ্ধ পারমাণবিক উপাদান
নাইজারে সন্দেহভাজন জিহাদিরা সেনাদের হত্যা করেছে 
ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরাইলের
মিরসরাইয়ে কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়ের মৃত্যু
হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গৃহীত
ভারী বর্ষণের সম্ভাবনা ৪ বিভাগে, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত
দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে খুন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ 
কানাডার অর্থনীতি জোরদারে মার্ক কার্নির বড় প্রকল্প ঘোষণা
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক
১০