নেপালের জলবিদ্যুৎ সম্ভাবনা কাজে লাগাতে অর্থনৈতিক প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টার

বাসস
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০০:৫৩

দাভোস (সুইজারল্যান্ড), ২২ জানুয়ারি, ২০২৫ (বাসস) :  প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, নেপালের জলবিদ্যুতের সম্ভাবনা কাজে লাগাতে  ভারত, নেপাল ও ভুটানের অংশগ্রহণে বাংলাদেশ একটি অর্থনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে চায়।

বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে জার্মান ফেডারেল মন্ত্রী ওলফগ্যাং শ্মিটের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, ‘নেপাল জলবিদ্যুৎ বিক্রির জন্য প্রস্তুত এবং বাংলাদেশ এই বিদ্যুতের একটি ভালো বাজার। এটি প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করতে পারে এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে পারে।’

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারের জন্য সরকারের প্রচেষ্টা সম্পর্কে অধ্যাপক ইউনূস বলেন, সরকার এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি সম্পদ পুনরুদ্ধার কমিটি এবং একটি টাস্কফোর্স গঠন করেছে।

তিনি জানান, সরকার প্রাথমিকভাবে শীর্ষ ২০ অর্থ পাচারকারীর কাছ থেকে চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারের কাজ করছে।

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা তুলে ধরে অধ্যাপক ইউনূস জার্মান মন্ত্রীকে বলেন, ‘আমরা যখন নতুন বাংলাদেশের কথা বলি, তখন আমরা দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন বাংলাদেশের কথাও বলি।’

তিনি দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে জার্মান সরকারের সহযোগিতা কামনা করেন এবং জার্মান মন্ত্রীর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

জার্মান মন্ত্রী জানান, দেশটির একটি ব্যবসায়িক প্রতিনিধিদল আগামী এপ্রিল মাসে বাংলাদেশ সফর করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
জামায়াতে ইসলামীর সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের বৈঠক 
চাঁদপুরে জব্দকৃত ১৮ লাখ টাকার মাদক ধ্বংস করেছে কোস্ট গার্ড
বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার
হজ ব্যবস্থাপনায় ইন্দো-মালয়েশিয়ান মডেল নতুনত্ব আনতে পারে : ধর্ম উপদেষ্টা
অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন আইএমএফ প্রধান
রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী গ্রেফতার 
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
পুলিশের ৯ পরিদর্শক অবসরে : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
ক্রীড়া পরিদপ্তর, দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিএআরআই-এ দুদকের অভিযান
১০