ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৫(বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী আন্তর্জাতিক কুইজ ফেস্টের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির উদ্যোগে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কুইজ ফেস্টের উদ্বোধন করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির সভাপতি ওয়াসি আহাম্মেদ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের মডারেটর সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার এবং ছাত্র-শিক্ষক কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক ফারজানা বাসার বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। সংগঠনের সাধারণ সম্পাদক ইমন মোহতাসিন এসময় স্বাগত বক্তৃতা করেন।
উপাচার্য বলেন, শিক্ষার্থীদের মুক্তবুদ্ধির চর্চাকে উদ্বুদ্ধ করতে কুইজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেশ-বিদেশের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি ধরে রাখতে এই ফেস্ট কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই কুইজ ফেস্টে আন্তঃস্কুল, আন্তঃকলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের কুইজ প্রতিযোগিতায় ১০০টি টিম, মেগা কুইজে ৩০টি টিম আর ইন্ট্রা ইউনিভার্সিটি কুইজে ৭০টি টিম অংশগ্রহণ করছে। ভারত, পাকিস্তান, নেপাল, মিয়ানমার, ফিলিপাইনসহ ১১টি দেশের প্রতিযোগী এই ফেস্টে ভার্চুয়ালি যুক্ত হন।