ইরান-ইসরাইলকে তিরস্কারের পর ট্রাম্প বললেন, ‘যুদ্ধবিরতি এখনো কার্যকর’

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ২২:৩৭
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ঢাকা, ২৪ জুন, ২০২৫ (বাসস) : যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ইরান ও ইসরাইলের প্রতি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে তিরস্কার করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে।’

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, মঙ্গলবার নেদারল্যান্ডসের হেগে ন্যাটো সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেন, ‘যুদ্ধবিরতি কার্যকর রয়েছে!’

তিনি লেখেন, ইসরাইল এখন ইরানে হামলা করবে না। সব বিমান ঘুরে ফিরে যাবে এবং ‘বন্ধুত্বপূর্ণভাবে’ ইরানের দিকে হাত নেড়ে ফিরে আসবে। কারো কোনো ক্ষতি হবে না।

এর কিছুক্ষণ আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি ইরান ও ইসরাইল উভয় দেশকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য তীব্র ভাষায় সমালোচনা করেন।

তিনি বলেন, এই দুই দেশ দীর্ঘদিন ধরে এবং এত তীব্রভাবে লড়াই করছে, তারা নিজেরাও জানে না- তারা কী করছে। তোমরা কি এটা বুঝো?

ট্রাম্প বলেন, ইরান যুদ্ধবিরতি ভেঙেছে, ইসরাইলও তা করেছে। আমি তাদের ওপর খুশি নই। ইরানের ওপর তো নয়ই, কিন্তু যদি ইসরাইল আজ সকালে আবার হামলা করে, তাহলে আমি সত্যিই ক্ষুব্ধ হব।

তিনি আরও বলেন, ইসরাইলকে শান্ত করতে হবে। আমরা যখনই চুক্তি করলাম, তারা একরাশ বোমা ফেলে দিল—এরকম হামলা আমি আগে কখনো দেখিনি।

এর আগে মঙ্গলবার সকালে তিনি ট্রুথ সোশ্যালে লিখেন, ‘ইসরাইল, এই বোমা আর ফেলো না’। তবে তিনি কোন বোমার কথা বলেছেন, তা পরিষ্কার করেননি।

তিনি সতর্ক করে বলেন, ‘তুমি যদি এটা করো, তাহলে এটা হবে বড় ধরনের চুক্তি লঙ্ঘন। তোমাদের পাইলটদের এখনই ঘরে ফিরিয়ে আনো!’

ট্রাম্প জানান, এই যুদ্ধবিরতির সময়সীমা ধাপে ধাপে ২৪ ঘণ্টা মেয়াদে কার্যকর হবে। ইরান একতরফাভাবে সকল হামলা স্থগিত করবে এবং এর ১২ ঘণ্টা পর ইসরাইল তা অনুসরণ করবে।

উল্লেখ্য, ইসরাইল গত ১৩ জুন থেকে ইরানে বিমান হামলা শুরু করে। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র শুক্রবার রাতে এ যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, ইরান আর কখনোই তাদের পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠন করতে পারবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো বাংলার জমিনে রয়ে গেছে : অধ্যক্ষ আলমগীর হোসেন
সমাজকল্যাণমূলক বিভিন্ন সেবা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: শারমীন এস মুরশিদ 
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩, আক্রান্ত ৪২৮
সংসদ নির্বাচন নিয়ে মাঠপর্যায়ে মতবিনিময় করতে রংপুর যাচ্ছেন সিইসি
রাফিউস সাজ্জাদ বাপাউবো প্রকৌশলী সমিতির কমিটির আহ্বায়ক
ওএসডি হওয়া ৭৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ধর্ম উপদেষ্টা / সারাদেশে বেহাত ওয়াক্ফ সম্পত্তি উদ্ধারে অভিযান শুরু হচ্ছে : ধর্ম উপদেষ্টা 
‘মওদূদীর ইসলাম’ বলে স্বতন্ত্র কোন ইসলাম নেই: বাংলাদেশ জামায়াতে ইসলামী
ভ্যান্স ২০২৮ সালে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন 
জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পত্র 
১০