রংপুরে এলপিজি স্টেশনের ট্যাংকার বিস্ফোরণে নিহত ১,  আহত ২০

বাসস
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৭:৫৮
রংপুরে এলপিজি স্টেশনের ট্যাংকার বিস্ফোরণে নিহত ১,  আহত ২০। ছবি : বাসস

রংপুর, ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : রংপুর নগরীর সিও বাজার এলপিজি স্টেশনে গ্যাসের ট্যাংকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার দুপুর ১টার পরপর এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় গ্যাস স্টেশন থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, মোটরসাইকেলসহ অন্তত ২০টি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে গেছে বেশ কিছু ঘর বাড়ির দরজা জানালাসহ স্থাপনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত সাত দিন আগে এলপিজি স্টেশনের ট্যাংকারে লিকেজ ধরা পরলে সব ধরনের গ্যাস বেচা-কেনা কার্যক্রম বন্ধ করা হয়। আজ সকাল থেকেই মেরামতের কাজ চলাকালীন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মেরামতের কাজে নিয়োজিত ৪ কর্মচারীসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোহাগ নামে একজন ইঞ্জিনিয়ার মারা যান।

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। ফায়ার সার্ভিস জানায়, লিকেজ মেরামতের সময় ট্যাংকারে চাপ সৃষ্টি হলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার ক্ষয়ক্ষতি এখনো জানা যায়নি।

রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক বাদশা মাসউদ আলম জানান, বন্ধ থাকা গ্যাস ট্যাংকার  মেরামতের সময় বিকট শব্দ হয়। ছড়িয়ে পড়ে ধোয়ার কুণ্ডলী। এসময় একজন নিহত হয়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত রংপুর সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার সোবাহান মোল্লা জানান, কেন এই ধরনের ঘটনা ঘটলো তার কারণ অনুসন্ধান করছে সেনাবাহিনী। কর্তৃপক্ষের ব্যর্থতা থাকলে অবশ্যই তাকে সে জবাব দিতে হবে।


 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাই মিলে জাতীয় ঐক্য করব : জাতীয় সমাবেশে জামায়াত আমির 
শহীদ সাংবাদিক তুরাবের শাহাদাত বার্ষিকীতে দ্রুত বিচার নিশ্চিতের দাবি
চরমপন্থা পুনর্বাসন রোধে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের
মনপুরায় নৌবাহিনীর অভিযানে ৭০ লাখ মিটার অবৈধ জাল জব্দ
সেনাবাহিনীর যানবাহনে একটি রাজনৈতিক দলকে সহায়তা সম্পর্কিত পোস্ট বিভ্রান্তিমূলক 
পর্যটন মৌসুমে কুয়াকাটা ও কক্সবাজার সৈকত পরিচ্ছন্ন রাখতে নির্দেশ পরিবেশ উপদেষ্টার
মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি, ভোগান্তিতে হাজারো ভ্রমণকারী
ভিয়েতনামের হা লং উপসাগরে পর্যটকবাহী নৌকা ডুবে ১৮ জন নিহত
প্রথম বিভাগ দাবা লিগে ষষ্ঠ রাউন্ড শেষে ইসফট এরিনা শীর্ষে
শ্রীলংকাকে ৫-০ গোলে পরাজিত করে সবার উপরে বাংলাদেশ
১০