রংপুরে এলপিজি স্টেশনের ট্যাংকার বিস্ফোরণে নিহত ১,  আহত ২০

বাসস
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৭:৫৮
রংপুরে এলপিজি স্টেশনের ট্যাংকার বিস্ফোরণে নিহত ১,  আহত ২০। ছবি : বাসস

রংপুর, ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : রংপুর নগরীর সিও বাজার এলপিজি স্টেশনে গ্যাসের ট্যাংকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার দুপুর ১টার পরপর এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় গ্যাস স্টেশন থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, মোটরসাইকেলসহ অন্তত ২০টি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে গেছে বেশ কিছু ঘর বাড়ির দরজা জানালাসহ স্থাপনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত সাত দিন আগে এলপিজি স্টেশনের ট্যাংকারে লিকেজ ধরা পরলে সব ধরনের গ্যাস বেচা-কেনা কার্যক্রম বন্ধ করা হয়। আজ সকাল থেকেই মেরামতের কাজ চলাকালীন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মেরামতের কাজে নিয়োজিত ৪ কর্মচারীসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোহাগ নামে একজন ইঞ্জিনিয়ার মারা যান।

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। ফায়ার সার্ভিস জানায়, লিকেজ মেরামতের সময় ট্যাংকারে চাপ সৃষ্টি হলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার ক্ষয়ক্ষতি এখনো জানা যায়নি।

রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক বাদশা মাসউদ আলম জানান, বন্ধ থাকা গ্যাস ট্যাংকার  মেরামতের সময় বিকট শব্দ হয়। ছড়িয়ে পড়ে ধোয়ার কুণ্ডলী। এসময় একজন নিহত হয়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত রংপুর সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার সোবাহান মোল্লা জানান, কেন এই ধরনের ঘটনা ঘটলো তার কারণ অনুসন্ধান করছে সেনাবাহিনী। কর্তৃপক্ষের ব্যর্থতা থাকলে অবশ্যই তাকে সে জবাব দিতে হবে।


 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
একটি বিশেষ দল গণতান্ত্রিক চর্চাকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে : ডা. রফিক
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাসের রায়ে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণে যা বলা হয়েছে
চলতি অর্থবছরে ৩৯ হাজার কোটি টাকা কৃষি ঋণ দেবে সরকার: কৃষি সচিব
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা অবসানে কাজ করবে ইউজিসি ও ইউএন উইমেন
প্রতি মাসে ‘মিট দ্য বিজনেস’ আয়োজন করবে এনবিআর
এনআইডি হারিয়ে গেলে এখন থেকে আর জিডি করতে হবে না
ফরিদপুরে পেঁয়াজ পচন রোধে কৃষকদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা
শারীরিক প্রতিবন্ধী টিটি খেলোয়াড় আঁখির জায়গা হয়নি পরিবারে
জুলাই সনদ চূড়ান্ত করতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ
১০