কুমিল্লায় একবছরে বিএসটিআই’র ১২৪ মামলা ও ৩৯ লাখ টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৮:১২
ফাইল ছবি

।। দেলোয়ার হোসাইন আকাইদ ।।

কুমিল্লা (দক্ষিন), ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : মানসম্মত ও নিরাপদ ভোগ্যপণ্য নিশ্চিতে জেলায় জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত গত একবছরে ভ্রাম্যমাণ আদালত ও সার্ভিল্যান্স কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ১২৪টি মামলা দায়ের করে ৩৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে।

আজ এসব তথ্য জানান বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের উপ-পরিচালক কে এম হানিফ।

বিএসটিআই-এর উপ-পরিচালক জানান,  কুমিল্লা জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় গত একবছরে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে ১৮০টি সার্ভিল্যান্স এবং ১৪২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানের আওতায় ছিল খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, বেকারী, কনফেকশনারি, মিষ্টির কারখানা, জুয়েলারি দোকান, পেট্রোল পাম্প, ইটভাটা, পাইকারী বাজার ও খুচরা জ্বালানি তেলের দোকান।

কে এম হানিফ আরো জানান, ভেজালবিরোধী অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ১০টি ট্রাক পরিমান ভেজাল শিশুখাদ্য যেমন জুস, আইস ললি, ফ্লেভারড ড্রিংকস, আচার ও চাটনি ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও সিলেট-কুমিল্লা মহাসড়কের ৩৯টি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ৬৭টি ক্রুটিপূর্ণ মেশিন সাময়িক সিলগালা করা হয়। পরবর্তীতে যথাযথ ক্যালিব্রেশন ও যাচাইয়ের পর মেশিনগুলো পুনরায় চালু করা হয়।

বিএসটিআই-এর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ভেজালবিরোধী অভিযানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তায় নিয়মিত পরামর্শ প্রদান, প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হয়েছে। বেকারী মালিক সমিতি, দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী ও ইটভাটা মালিক সমিতিসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় সভার মাধ্যমে উদ্যোক্তারা পণ্যের মানোন্নয়ন ও ব্যবসার সম্প্রসারণে সহায়ক ভূমিকা পালন করছেন।

এছাড়া, বিএসটিআই কার্যালয়ের সব কার্যক্রম এখন ডিজিটাল প্ল্যাটফর্মে “ওয়ান স্টপ সার্ভিস সেন্টার”-এর মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এতে করে সেবা গ্রহীতারা ঘরে বসেই দুর্নীতিমুক্তভাবে বিএসটিআই-এর সেবা গ্রহণ করতে পারছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
একটি বিশেষ দল গণতান্ত্রিক চর্চাকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে : ডা. রফিক
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাসের রায়ে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণে যা বলা হয়েছে
চলতি অর্থবছরে ৩৯ হাজার কোটি টাকা কৃষি ঋণ দেবে সরকার: কৃষি সচিব
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা অবসানে কাজ করবে ইউজিসি ও ইউএন উইমেন
প্রতি মাসে ‘মিট দ্য বিজনেস’ আয়োজন করবে এনবিআর
এনআইডি হারিয়ে গেলে এখন থেকে আর জিডি করতে হবে না
ফরিদপুরে পেঁয়াজ পচন রোধে কৃষকদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা
শারীরিক প্রতিবন্ধী টিটি খেলোয়াড় আঁখির জায়গা হয়নি পরিবারে
জুলাই সনদ চূড়ান্ত করতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ
১০