কুমিল্লায় একবছরে বিএসটিআই’র ১২৪ মামলা ও ৩৯ লাখ টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৮:১২
ফাইল ছবি

।। দেলোয়ার হোসাইন আকাইদ ।।

কুমিল্লা (দক্ষিন), ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : মানসম্মত ও নিরাপদ ভোগ্যপণ্য নিশ্চিতে জেলায় জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত গত একবছরে ভ্রাম্যমাণ আদালত ও সার্ভিল্যান্স কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ১২৪টি মামলা দায়ের করে ৩৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে।

আজ এসব তথ্য জানান বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের উপ-পরিচালক কে এম হানিফ।

বিএসটিআই-এর উপ-পরিচালক জানান,  কুমিল্লা জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় গত একবছরে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে ১৮০টি সার্ভিল্যান্স এবং ১৪২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানের আওতায় ছিল খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, বেকারী, কনফেকশনারি, মিষ্টির কারখানা, জুয়েলারি দোকান, পেট্রোল পাম্প, ইটভাটা, পাইকারী বাজার ও খুচরা জ্বালানি তেলের দোকান।

কে এম হানিফ আরো জানান, ভেজালবিরোধী অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ১০টি ট্রাক পরিমান ভেজাল শিশুখাদ্য যেমন জুস, আইস ললি, ফ্লেভারড ড্রিংকস, আচার ও চাটনি ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও সিলেট-কুমিল্লা মহাসড়কের ৩৯টি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ৬৭টি ক্রুটিপূর্ণ মেশিন সাময়িক সিলগালা করা হয়। পরবর্তীতে যথাযথ ক্যালিব্রেশন ও যাচাইয়ের পর মেশিনগুলো পুনরায় চালু করা হয়।

বিএসটিআই-এর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ভেজালবিরোধী অভিযানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তায় নিয়মিত পরামর্শ প্রদান, প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হয়েছে। বেকারী মালিক সমিতি, দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী ও ইটভাটা মালিক সমিতিসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় সভার মাধ্যমে উদ্যোক্তারা পণ্যের মানোন্নয়ন ও ব্যবসার সম্প্রসারণে সহায়ক ভূমিকা পালন করছেন।

এছাড়া, বিএসটিআই কার্যালয়ের সব কার্যক্রম এখন ডিজিটাল প্ল্যাটফর্মে “ওয়ান স্টপ সার্ভিস সেন্টার”-এর মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এতে করে সেবা গ্রহীতারা ঘরে বসেই দুর্নীতিমুক্তভাবে বিএসটিআই-এর সেবা গ্রহণ করতে পারছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে সানওয়ে গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ
বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম উত্তরা থেকে গ্রেফতার
বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দেশব্যাপী দোয়া শুক্রবার
ভোলাগঞ্জে অবৈধ পাথর উত্তোলনের ঘটনায় দুদকের অভিযান
‘জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, ছেলে হত্যার বিচার চাই’ : ট্রাইব্যুনালে সাক্ষ্য
দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম গ্রেপ্তার
রাঙ্গামাটিতে জন্ম নিবন্ধন বিষয়ক সভা
গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনায় তদন্ত শুরু
ডাকসু’র সাবেক ভিপি মাহফুজা খানমের কফিনে শ্রদ্ধা নিবেদন, ঢাবি উপাচার্যের শোক
ডিজিটাল মাধ্যমে সক্রিয় থেকে অপতথ্যের মোকাবিলা করুন : তথ্য সচিব
১০