নোয়াখালীতে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

বাসস
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৮:৩০

নোয়াখালী, ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার সোনাইমুড়ী উপজেলায় আজ নৌকা উল্টে পানিতে ডুবে আদিবা ইসলাম (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আদিবা ইসলাম সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামের আমান উল্যা বাড়ির ক্যাবল অপরেটর সাইফুল ইসলাম সুমনের মেয়ে। আদিবা ইসলাম স্থানীয় বজরা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদিবা ইসলাম শনিবার দুপুরে তার চাচাও আর ৪-৫জন শিশু-কিশোরীকে নিয়ে নৌকা যোগে বাড়ির পাশের জলাশয়ে ঘুরতে বের হয়। একপর্যায়ে জলাশয়ের মাঝামাঝি গিয়ে তাদের নৌকা উল্টে ডুবে যায়। তাৎক্ষণিক অন্যরা উঠে আসলেও আদিবা পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টা ২০মিনিটে আদিবা ইসলামকে মৃত ঘোষণা করে।

পানিতে ডুবে এক স্কুল ছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাই মিলে জাতীয় ঐক্য করব : জাতীয় সমাবেশে জামায়াত আমির 
শহীদ সাংবাদিক তুরাবের শাহাদাত বার্ষিকীতে দ্রুত বিচার নিশ্চিতের দাবি
চরমপন্থা পুনর্বাসন রোধে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের
মনপুরায় নৌবাহিনীর অভিযানে ৭০ লাখ মিটার অবৈধ জাল জব্দ
সেনাবাহিনীর যানবাহনে একটি রাজনৈতিক দলকে সহায়তা সম্পর্কিত পোস্ট বিভ্রান্তিমূলক 
পর্যটন মৌসুমে কুয়াকাটা ও কক্সবাজার সৈকত পরিচ্ছন্ন রাখতে নির্দেশ পরিবেশ উপদেষ্টার
মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি, ভোগান্তিতে হাজারো ভ্রমণকারী
ভিয়েতনামের হা লং উপসাগরে পর্যটকবাহী নৌকা ডুবে ১৮ জন নিহত
প্রথম বিভাগ দাবা লিগে ষষ্ঠ রাউন্ড শেষে ইসফট এরিনা শীর্ষে
শ্রীলংকাকে ৫-০ গোলে পরাজিত করে সবার উপরে বাংলাদেশ
১০