পঞ্চগড়, ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে পঞ্চগড়ে প্রথম শহীদ হন আবু ছায়েদ। তার প্রথম শাহাদাত বার্ষিকীতে সব শহীদদের স্মরণ ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে বোদা উপজেলার প্রধানের হাট এলাকায় শহীদ আবু ছায়েদের বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা বিএনপি।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
এ সময় তিনি ২০২৪ এর গণঅভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোকে ভেদাভেদ ভুলে এক হয়ে ফ্যাসিবাদকে রুখে দিতে হবে- বলে মন্তব্য করেন।
শহীদ আবু ছায়েদের স্মৃতিচারণ করে তিনি বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকার মোহাম্মদপুরের বসিলায় রাস্তা পার হওয়ার সময় গুলিতে শহীদ আবু ছায়েদের মৃত্যু হয়েছে। মারা যাওয়ার পর তার লাশ খুঁজে বের করে তার পকেটে থাকা ভোটার আইডি কার্ড দেখে আমরা নিশ্চিত হই তার বাড়ি পঞ্চগড়ের বোদায়।
এ সময় শহীদ আবু ছায়েদের স্ত্রী মাজেদা খাতুন, ছেলে মামুন ইসলাম, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, মাড়েয়া বামনহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আবু ছায়েদ ঢাকার মোহাম্মদপুরে থাকতেন। সেখানে কখনো সবজি বিক্রি করতেন আবার কখনো রিকশা চালাতেন। ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাস্তা পারাপারের সময় শহীদ হন তিনি।