জুলাই শহীদ স্মরণে নরসিংদীতে শতজনের রক্তদান 

বাসস
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৯:৪৯
নরসিংদীতে শতজনের রক্তদান । ছবি : বাসস

নরসিংদী, ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে নরসিংদীতে শতজন স্বেচ্ছায় রক্তদান করেছেন।

জেলা প্রশাসনের আয়োজনে কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় নরসিংদী সরকারী কলেজ ছাত্র সংসদ ভবনে এই রক্তদান কর্মসূচি পালিত হয়।

আজ শনিবার বেলা ১১ টার দিকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল হান্নান, সিভিল সার্জন ডা: সৈয়দ আমিরুল হক শামীম, নরসিংদী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ খাদিম হোসেন, ছাত্র সমন্বয়ক সোহান হায়দার প্রমুখ।

বিকেল ৫টা পর্যন্ত চলা কর্মসূচিতে বিভিন্ন বয়সী একশত ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন।


রক্তদাতা মাহফুজ অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, নরসিংদী সরকারি কলেজের ছাত্র আমি। এখন পর্যন্ত ২৬ বার রক্ত দিয়েছি। এক ব্যাগ রক্তে একটি প্রাণ বাঁচবে, একটি নতুন জীবন ফিরে পাবে, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে। নতুন জীবন বাচাঁতে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা উচিত।

আরেক রক্তদাতা ওমর ফারুক বলেন, ১০ বার রক্তদান করেছি। অন্যদেরও নিয়মিত রক্তদান করা উচিত। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তেল-গ্যাস অনুসন্ধানে অফশোর ড্রিলিং ব্যাপক সম্প্রসারণের পরিকল্পনা ট্রাম্পের
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি ৪৩৬ জন
ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা, আহতদের পাশে থাকবে বিএনপি : তারেক রহমান
নারী আইপিএল নিলামের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের তিন ক্রিকেটার
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ
নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার
স্টার্ক-স্টোকসের বিধ্বংসী বোলিংয়ের অ্যাশেজের প্রথম দিন ১৯ উইকেট পতন
সাকিবের রেকর্ড স্পর্শ করলেন তাইজুল
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
১০