জুলাই শহীদ স্মরণে নরসিংদীতে শতজনের রক্তদান 

বাসস
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৯:৪৯
নরসিংদীতে শতজনের রক্তদান । ছবি : বাসস

নরসিংদী, ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে নরসিংদীতে শতজন স্বেচ্ছায় রক্তদান করেছেন।

জেলা প্রশাসনের আয়োজনে কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় নরসিংদী সরকারী কলেজ ছাত্র সংসদ ভবনে এই রক্তদান কর্মসূচি পালিত হয়।

আজ শনিবার বেলা ১১ টার দিকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল হান্নান, সিভিল সার্জন ডা: সৈয়দ আমিরুল হক শামীম, নরসিংদী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ খাদিম হোসেন, ছাত্র সমন্বয়ক সোহান হায়দার প্রমুখ।

বিকেল ৫টা পর্যন্ত চলা কর্মসূচিতে বিভিন্ন বয়সী একশত ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন।


রক্তদাতা মাহফুজ অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, নরসিংদী সরকারি কলেজের ছাত্র আমি। এখন পর্যন্ত ২৬ বার রক্ত দিয়েছি। এক ব্যাগ রক্তে একটি প্রাণ বাঁচবে, একটি নতুন জীবন ফিরে পাবে, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে। নতুন জীবন বাচাঁতে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা উচিত।

আরেক রক্তদাতা ওমর ফারুক বলেন, ১০ বার রক্তদান করেছি। অন্যদেরও নিয়মিত রক্তদান করা উচিত। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
একটি বিশেষ দল গণতান্ত্রিক চর্চাকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে : ডা. রফিক
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাসের রায়ে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণে যা বলা হয়েছে
চলতি অর্থবছরে ৩৯ হাজার কোটি টাকা কৃষি ঋণ দেবে সরকার: কৃষি সচিব
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা অবসানে কাজ করবে ইউজিসি ও ইউএন উইমেন
প্রতি মাসে ‘মিট দ্য বিজনেস’ আয়োজন করবে এনবিআর
এনআইডি হারিয়ে গেলে এখন থেকে আর জিডি করতে হবে না
ফরিদপুরে পেঁয়াজ পচন রোধে কৃষকদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা
শারীরিক প্রতিবন্ধী টিটি খেলোয়াড় আঁখির জায়গা হয়নি পরিবারে
জুলাই সনদ চূড়ান্ত করতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ
১০