কুমিল্লায় পাহাড়িকা এক্সপ্রেসের চাকা লাইনচ্যুত

বাসস
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৯:৫২ আপডেট: : ১৯ জুলাই ২০২৫, ২০:০২
পাহাড়িকা এক্সপ্রেসের চাকা লাইনচ্যুত। ছবি : বাসস

কুমিল্লা, ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : সদরের রসুলপুর স্টেশন এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের আটটি চাকা লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

রসুলপুর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার নাহিদ উদ্দিন জানান, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ৭২০ ডাউন পাহাড়িকা এক্সপ্রেসের লোকো নম্বর ২৬০৮ কুমিল্লার রসুলপুর স্টেশনে প্রবেশের সময় আটটি চাকা লাইনচ্যুত হয়। তবে এটি ‘লুপ লাইন’-এ হওয়ায় মূল রেলপথে ট্রেন চলাচলে বড় কোনো সমস্যা হয়নি। আপাতত ওই লাইনে অন্য কোনো ট্রেন নেই বলেও জানান তিনি।

এদিকে, একই দিন চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধূলি এক্সপ্রেস কুমিল্লার লালমাই রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে পাহাড়িকা ও গোধূলি—দুই ট্রেনই এক সময় আটকা পড়ে যায়।

পরে লাকসাম থেকে রেলওয়ের উদ্ধারকারী ট্রেন এসে গোধূলির ইঞ্জিন সচল করলে সেটি আবার যাত্রা শুরু করে। পাহাড়িকা এক্সপ্রেসকেও দ্রুত উদ্ধার করে পুনরায় চালু করার চেষ্টা চলছে বলে জানান কর্তৃপক্ষ।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাই মিলে জাতীয় ঐক্য করব : জাতীয় সমাবেশে জামায়াত আমির 
শহীদ সাংবাদিক তুরাবের শাহাদাত বার্ষিকীতে দ্রুত বিচার নিশ্চিতের দাবি
চরমপন্থা পুনর্বাসন রোধে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের
মনপুরায় নৌবাহিনীর অভিযানে ৭০ লাখ মিটার অবৈধ জাল জব্দ
সেনাবাহিনীর যানবাহনে একটি রাজনৈতিক দলকে সহায়তা সম্পর্কিত পোস্ট বিভ্রান্তিমূলক 
পর্যটন মৌসুমে কুয়াকাটা ও কক্সবাজার সৈকত পরিচ্ছন্ন রাখতে নির্দেশ পরিবেশ উপদেষ্টার
মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি, ভোগান্তিতে হাজারো ভ্রমণকারী
ভিয়েতনামের হা লং উপসাগরে পর্যটকবাহী নৌকা ডুবে ১৮ জন নিহত
প্রথম বিভাগ দাবা লিগে ষষ্ঠ রাউন্ড শেষে ইসফট এরিনা শীর্ষে
১০