দীর্ঘ ১৭ বছর পর ধামইরহাট উপজেলা বিএনপির সম্মেলন

বাসস
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ২০:৩২
ছবি : বাসস

নওগাঁ, ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : দীর্ঘ ১৭ বছর পর নওগাঁর ধামইরহাট উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে আব্দুল ওয়াদুদ সভাপতি ও মো. হানজালা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক দুটি পদে প্রত্যক্ষ ভোটে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন শামিম কবির ও তারিকুল ইসলাম। ৮টি ইউনিয়নে মোট ৪০৬ জন কাউন্সিলের মধ্যে ৩৫৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ১৭ বছর আগে ধামইরহাট উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছিল। এরপর আর সম্মেলন করতে পারেনি দলটি।

এদিকে আজ শনিবার বিকেলে ৪টার দিকে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম রেজু।

ধামইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মনোয়ারুল কায়সার সম্মেলনে সভাপতিত্ব করেন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শফিউল আজম ভিপি রানা, সদস্য মাসুদ হাসান তুহিনসহ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২১ জুলাই : কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল, সারাদেশে সংঘর্ষে আরও ১৯ জন নিহত
শাহজালাল বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণ উদ্ধার : আটক ২
গণ-অভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে : নাহিদ ইসলাম
শিল্পকলায় জার্মান নাট্যকার ব্রেখটের 'ব্যতিক্রম এবং নিয়ম'-এর দ্বিতীয় সফল মঞ্চায়ন
সিরিয়া-ইসরাইল যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইইউ, নাগরিকদের সুরক্ষা প্রদানের আহ্বান
সিরিয়ার দ্রুজ-প্রধান এলাকায় সহিংসতায় নিহত বেড়ে ৯৪০ : পর্যবেক্ষক সংস্থা
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাই মিলে জাতীয় ঐক্য করব : জাতীয় সমাবেশে জামায়াত আমির 
শহীদ সাংবাদিক তুরাবের শাহাদাত বার্ষিকীতে দ্রুত বিচার নিশ্চিতের দাবি
চরমপন্থা পুনর্বাসন রোধে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের
১০