দীর্ঘ ১৭ বছর পর ধামইরহাট উপজেলা বিএনপির সম্মেলন

বাসস
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ২০:৩২
ছবি : বাসস

নওগাঁ, ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : দীর্ঘ ১৭ বছর পর নওগাঁর ধামইরহাট উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে আব্দুল ওয়াদুদ সভাপতি ও মো. হানজালা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক দুটি পদে প্রত্যক্ষ ভোটে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন শামিম কবির ও তারিকুল ইসলাম। ৮টি ইউনিয়নে মোট ৪০৬ জন কাউন্সিলের মধ্যে ৩৫৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ১৭ বছর আগে ধামইরহাট উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছিল। এরপর আর সম্মেলন করতে পারেনি দলটি।

এদিকে আজ শনিবার বিকেলে ৪টার দিকে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম রেজু।

ধামইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মনোয়ারুল কায়সার সম্মেলনে সভাপতিত্ব করেন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শফিউল আজম ভিপি রানা, সদস্য মাসুদ হাসান তুহিনসহ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে সানওয়ে গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ
বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম উত্তরা থেকে গ্রেফতার
বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দেশব্যাপী দোয়া শুক্রবার
ভোলাগঞ্জে অবৈধ পাথর উত্তোলনের ঘটনায় দুদকের অভিযান
‘জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, ছেলে হত্যার বিচার চাই’ : ট্রাইব্যুনালে সাক্ষ্য
দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম গ্রেপ্তার
রাঙ্গামাটিতে জন্ম নিবন্ধন বিষয়ক সভা
গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনায় তদন্ত শুরু
ডাকসু’র সাবেক ভিপি মাহফুজা খানমের কফিনে শ্রদ্ধা নিবেদন, ঢাবি উপাচার্যের শোক
ডিজিটাল মাধ্যমে সক্রিয় থেকে অপতথ্যের মোকাবিলা করুন : তথ্য সচিব
১০