দীর্ঘ ১৭ বছর পর ধামইরহাট উপজেলা বিএনপির সম্মেলন

বাসস
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ২০:৩২
ছবি : বাসস

নওগাঁ, ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : দীর্ঘ ১৭ বছর পর নওগাঁর ধামইরহাট উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে আব্দুল ওয়াদুদ সভাপতি ও মো. হানজালা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক দুটি পদে প্রত্যক্ষ ভোটে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন শামিম কবির ও তারিকুল ইসলাম। ৮টি ইউনিয়নে মোট ৪০৬ জন কাউন্সিলের মধ্যে ৩৫৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ১৭ বছর আগে ধামইরহাট উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছিল। এরপর আর সম্মেলন করতে পারেনি দলটি।

এদিকে আজ শনিবার বিকেলে ৪টার দিকে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম রেজু।

ধামইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মনোয়ারুল কায়সার সম্মেলনে সভাপতিত্ব করেন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শফিউল আজম ভিপি রানা, সদস্য মাসুদ হাসান তুহিনসহ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর লালবাগে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জন গ্রেফতার
কক্সবাজারের নুনিয়াছড়া থেকে পর্যটকবাহী জাহাজ যাবে সেন্টমার্টিন 
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান
বাংলাদেশে সেচে সৌরশক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগ নিচ্ছে আইডব্লিউএমআই
চুয়াডাঙ্গায় দুর্নীতি দমন কমিশনের ১৮৮ তম গণশুনানি অনুষ্ঠিত
হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ
চার দিনব্যাপী ‘ওয়েফেয়ার্স অব দ্য শ্যাডোড পাথ’ চিত্র প্রদর্শনী সমাপ্ত
ডিএসইতে আজও সূচক ও লেনদেন কমেছে
অরবিটালস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা জালিয়াতির মামলা
শুঁটকি মৌসুমে বঙ্গোপসাগরে ধরা পড়ছে প্রচুর মাছ, খুশি জেলেরা
১০