রামপালে ব্যবসায়ীকে জরিমানা

বাসস
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ২০:৩৩
‎বাগেরহাট জেলার রামপালে মেয়াদোত্তীর্ণ কেক বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাসস

‎বাগেরহাট, ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার রামপালে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ব্যবসায়ীর দোকানের মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে একটি স্কুলের ৩০ শিশু অসুস্থ হয়ে পড়ায় তাকে জরিমানা করা হয়। 

আজ শনিবার দুপুরে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না ফেরদৌসি ফয়লা বাজারের মোড়ল স্টোরের মালিক বেলাল মোড়লকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। 

জানা গেছে, ফয়লা বাজারের পাশে অবস্থিত অর্পা গ্লোরিয়াস কিন্ডারগার্টেনের এক শিক্ষকের জন্মদিন থাকায় ৫ম শ্রেণির শিক্ষার্থীর শিক্ষককে সারপ্রাইজ দিতে পাশের দোকান থেকে কেক কিনে আনেন। ওই কেক ৩০ জন শিশু শিক্ষার্থীকে খাওয়ানো হয়। কেক খাওয়ার ৫ মিনিটের মধ্যে তারা বমি করে ও অসুস্থ হয়ে পড়ে। মোড়ল স্টোর থেকে কেকটি সংগ্রহ করা হয়েছে বলে জানায় ওই শিক্ষার্থীরা। 

এ ঘটনায় শিশুদের অভিভাবকরা ফয়লা পুলিশ ক্যাম্পে অভিযোগ করলে ক্যাম্পের অফিসার ফোর্স ঘটনাস্থলে আসেন এবং খোঁজ নিয়ে জানতে পারেন ওই দোকানী স্কুলের শিশুদের কাছে মেয়াদোত্তীর্ণ কেক বিক্রি করেন।

‎বিষয়টি রামপাল থানার ওসি ও ইউএনওকে জানানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী এবং ৪২ ফিল্ড রেজিমেন্টের আর্টিলারি রামপাল আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর একটি টিম রামপাল থানা পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে বিকেলে অভিযান পরিচালনা করেন। আদালত বসিয়ে মোড়ল স্টোরকে সতর্ক করার পাশাপাশি নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দোকানে থাকা আরও ৩টি মেয়াদোত্তীর্ণ কেক ধ্বংস করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তেল-গ্যাস অনুসন্ধানে অফশোর ড্রিলিং ব্যাপক সম্প্রসারণের পরিকল্পনা ট্রাম্পের
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি ৪৩৬ জন
ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা, আহতদের পাশে থাকবে বিএনপি : তারেক রহমান
নারী আইপিএল নিলামের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের তিন ক্রিকেটার
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ
নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার
স্টার্ক-স্টোকসের বিধ্বংসী বোলিংয়ের অ্যাশেজের প্রথম দিন ১৯ উইকেট পতন
সাকিবের রেকর্ড স্পর্শ করলেন তাইজুল
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
১০