রামপালে ব্যবসায়ীকে জরিমানা

বাসস
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ২০:৩৩
‎বাগেরহাট জেলার রামপালে মেয়াদোত্তীর্ণ কেক বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাসস

‎বাগেরহাট, ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার রামপালে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ব্যবসায়ীর দোকানের মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে একটি স্কুলের ৩০ শিশু অসুস্থ হয়ে পড়ায় তাকে জরিমানা করা হয়। 

আজ শনিবার দুপুরে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না ফেরদৌসি ফয়লা বাজারের মোড়ল স্টোরের মালিক বেলাল মোড়লকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। 

জানা গেছে, ফয়লা বাজারের পাশে অবস্থিত অর্পা গ্লোরিয়াস কিন্ডারগার্টেনের এক শিক্ষকের জন্মদিন থাকায় ৫ম শ্রেণির শিক্ষার্থীর শিক্ষককে সারপ্রাইজ দিতে পাশের দোকান থেকে কেক কিনে আনেন। ওই কেক ৩০ জন শিশু শিক্ষার্থীকে খাওয়ানো হয়। কেক খাওয়ার ৫ মিনিটের মধ্যে তারা বমি করে ও অসুস্থ হয়ে পড়ে। মোড়ল স্টোর থেকে কেকটি সংগ্রহ করা হয়েছে বলে জানায় ওই শিক্ষার্থীরা। 

এ ঘটনায় শিশুদের অভিভাবকরা ফয়লা পুলিশ ক্যাম্পে অভিযোগ করলে ক্যাম্পের অফিসার ফোর্স ঘটনাস্থলে আসেন এবং খোঁজ নিয়ে জানতে পারেন ওই দোকানী স্কুলের শিশুদের কাছে মেয়াদোত্তীর্ণ কেক বিক্রি করেন।

‎বিষয়টি রামপাল থানার ওসি ও ইউএনওকে জানানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী এবং ৪২ ফিল্ড রেজিমেন্টের আর্টিলারি রামপাল আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর একটি টিম রামপাল থানা পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে বিকেলে অভিযান পরিচালনা করেন। আদালত বসিয়ে মোড়ল স্টোরকে সতর্ক করার পাশাপাশি নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দোকানে থাকা আরও ৩টি মেয়াদোত্তীর্ণ কেক ধ্বংস করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাহজালাল বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণ উদ্ধার : আটক ২
গণ-অভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে : নাহিদ ইসলাম
শিল্পকলায় জার্মান নাট্যকার ব্রেখটের 'ব্যতিক্রম এবং নিয়ম'-এর দ্বিতীয় সফল মঞ্চায়ন
সিরিয়া-ইসরাইল যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইইউ, নাগরিকদের সুরক্ষা প্রদানের আহ্বান
সিরিয়ার দ্রুজ-প্রধান এলাকায় সহিংসতায় নিহত বেড়ে ৯৪০ : পর্যবেক্ষক সংস্থা
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাই মিলে জাতীয় ঐক্য করব : জাতীয় সমাবেশে জামায়াত আমির 
শহীদ সাংবাদিক তুরাবের শাহাদাত বার্ষিকীতে দ্রুত বিচার নিশ্চিতের দাবি
চরমপন্থা পুনর্বাসন রোধে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের
মনপুরায় নৌবাহিনীর অভিযানে ৭০ লাখ মিটার অবৈধ জাল জব্দ
১০