মনপুরায় নৌবাহিনীর অভিযানে ৭০ লাখ মিটার অবৈধ জাল জব্দ

বাসস
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ২২:৪৫ আপডেট: : ১৯ জুলাই ২০২৫, ২২:৪৭
ছবি : আইএসপিআর

ঢাকা, ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকাণ্ডের ধারাবাহিকতায় ভোলার মনপুরায় পরিচালিত অভিযানে নৃশংসভাবে শিশু বলৎকারীকে গ্রেফতার ও প্রায় ৭০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌবাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৮ জুন মনপুরা উপজেলার এক ছোট ছেলেকে স্থানীয় জালের দোকানের ম্যানেজার মো. ইলিয়াস হোসেন (২৮) কৌশলে নির্মমভাবে বলৎকার করে। ভুক্তভোগীর মা গত ১৭ জুলাই নৌবাহিনীর মনপুরা কন্টিনজেন্টের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে তথ্য অনুসন্ধান সাপেক্ষে শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে মনপুরায় স্থানীয় বাজার এলাকায় অভিযুক্তদের অবস্থান শনাক্তের পর অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানে মো. ইলিয়াস হোসেন ও তার সহযোগী হাসান মাস্টারকে গ্রেফতার করা হয়। এছাড়াও, দোকানের সন্নিকটে অবস্থিত একটি গোপন জালের গুদামে অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা।

অভিযানে নৌবাহিনীর পাশাপাশি মনপুরা থানার পুলিশ, ইউএনও ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গোডাউনটি বন্ধ করে অবৈধ জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি, আটককৃত দুই আসামিকে আইনি প্রক্রিয়ার জন্য মনপুরা থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশব্যাপী মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাহজালাল বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণ উদ্ধার : আটক ২
গণ-অভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে : নাহিদ ইসলাম
শিল্পকলায় জার্মান নাট্যকার ব্রেখটের 'ব্যতিক্রম এবং নিয়ম'-এর দ্বিতীয় সফল মঞ্চায়ন
সিরিয়া-ইসরাইল যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইইউ, নাগরিকদের সুরক্ষা প্রদানের আহ্বান
সিরিয়ার দ্রুজ-প্রধান এলাকায় সহিংসতায় নিহত বেড়ে ৯৪০ : পর্যবেক্ষক সংস্থা
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাই মিলে জাতীয় ঐক্য করব : জাতীয় সমাবেশে জামায়াত আমির 
শহীদ সাংবাদিক তুরাবের শাহাদাত বার্ষিকীতে দ্রুত বিচার নিশ্চিতের দাবি
চরমপন্থা পুনর্বাসন রোধে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের
মনপুরায় নৌবাহিনীর অভিযানে ৭০ লাখ মিটার অবৈধ জাল জব্দ
১০