ঝিনাইদহে জুলাই শহীদদের স্মরণে কৃষকদলের বৃক্ষরোপণ

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৪:০৭ আপডেট: : ২০ জুলাই ২০২৫, ১৪:২০
ঝিনাইদহ জেলা কৃষকদলের উদ্যোগে আজ সকালে ফলদ ও বনজ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত। ছবি:বাসস

ঝিনাইদহ, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ঝিনাইদহ জেলা কৃষকদলের উদ্যোগে আজ সকালে ফলদ ও বনজ গাছের চারা রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। 

শহরের চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড.এম এ মজিদ। 

পরে জেলা কৃষকদলের আহবায়ক ওসমান আলীর সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, “জুলাই শহিদদের আত্মত্যাগ ও তাদের আকাঙ্খা বাস্তবায়নে জুলাই বিপ্লবকে বুকে ধারণ করতে হবে। গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলগুলোকে নতুন বাংলাদেশ গড়তে কাজ করতে হবে। বৃক্ষরোপনের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম শাহজাহান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন আলম, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ মোহনসহ অন্যান্য নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহেশখালী-মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে : প্রধান উপদেষ্টা
দেশে আর আগের মতো অনিয়মের নির্বাচন হবে না : ইসি সানাউল্লাহ
আরপিও সংশোধনী চূড়ান্ত: ফেরারি আসামি নির্বাচনে অযোগ্য, ‘না ভোট’ বাধ্যতামূলক
ভোলা উপকূলে মৎস্য খামার আধুনিকায়নে নতুন প্রকল্প, উৎপাদন বাড়বে ৩০ শতাংশ
সোশ্যাল মিডিয়া ও এআই ব্যবহারে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের সুযোগ নেই
ম্যানচেস্টার সিটি থেকে গুনডোগানকে দলে নিল গ্যালাতাসারে
মহেশখালী-মাতারবাড়ীকে সিঙ্গাপুরের মতো টাউনশিপে গড়ে তোলার পরিকল্পনা নেয়া হচ্ছে : মিডা প্রধান
দেশে ভয়ের রাজত্ব শেষ, পরিবর্তন এখন সময়ের দাবি : আসাদুজ্জামান রিপন
কারিগরি শিক্ষা বোর্ডে জুলাই গণঅভ্যুত্থানের তথ্য আহ্বান
ঢাকা-ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে ফলপ্রসূ বৈঠক
১০