ঝিনাইদহে জুলাই শহীদদের স্মরণে কৃষকদলের বৃক্ষরোপণ

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৪:০৭ আপডেট: : ২০ জুলাই ২০২৫, ১৪:২০
ঝিনাইদহ জেলা কৃষকদলের উদ্যোগে আজ সকালে ফলদ ও বনজ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত। ছবি:বাসস

ঝিনাইদহ, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ঝিনাইদহ জেলা কৃষকদলের উদ্যোগে আজ সকালে ফলদ ও বনজ গাছের চারা রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। 

শহরের চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড.এম এ মজিদ। 

পরে জেলা কৃষকদলের আহবায়ক ওসমান আলীর সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, “জুলাই শহিদদের আত্মত্যাগ ও তাদের আকাঙ্খা বাস্তবায়নে জুলাই বিপ্লবকে বুকে ধারণ করতে হবে। গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলগুলোকে নতুন বাংলাদেশ গড়তে কাজ করতে হবে। বৃক্ষরোপনের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম শাহজাহান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন আলম, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ মোহনসহ অন্যান্য নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর লালবাগে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জন গ্রেফতার
কক্সবাজারের নুনিয়াছড়া থেকে পর্যটকবাহী জাহাজ যাবে সেন্টমার্টিন 
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান
বাংলাদেশে সেচে সৌরশক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগ নিচ্ছে আইডব্লিউএমআই
চুয়াডাঙ্গায় দুর্নীতি দমন কমিশনের ১৮৮ তম গণশুনানি অনুষ্ঠিত
হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ
চার দিনব্যাপী ‘ওয়েফেয়ার্স অব দ্য শ্যাডোড পাথ’ চিত্র প্রদর্শনী সমাপ্ত
ডিএসইতে আজও সূচক ও লেনদেন কমেছে
অরবিটালস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা জালিয়াতির মামলা
শুঁটকি মৌসুমে বঙ্গোপসাগরে ধরা পড়ছে প্রচুর মাছ, খুশি জেলেরা
১০