চাঁপাইনবাবগঞ্জ, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে আজ সকাল সাড়ে ১০ টার দিকে রহিত সিংহ (৬) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিশু শিবগঞ্জ উপজেলার মনাকশা ইউনিয়নের চৌকা পন্ডিতপাড়া গ্রামের রাজুু সিংহের ছেলে।
রহিত উপজেলার চৌকা খড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে রহিত প্রসাব করার কথা বলে শ্রেনি কক্ষের বাইরে যায়। বিদ্যালয়ের সামনে আম গাছের নিচে বজ্রপাতে রহিত আহত হয়। শিক্ষক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার সেলিম রেজা তাকে মৃত ঘোষণা করেন।
মনাকষা ইউপি সচিব আব্দুর রাকিব বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, মনাকশায় এক শিশু শিক্ষার্থী বজ্রপাতে নিহতের কথা শুনেছি। আবেদন পেলে শিশু শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা নেয়া হবে।