নাটোরে আলোর অভিযাত্রায় সমাজ গঠনের শপথ

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৭:২১
শনিবার নাটোরে জুলাই পুনর্জাগরণে আলোর অভিযাত্রায় সমাজ গঠনে শপথ গ্রহণ করা হয়। ছবি: বাসস

নাটোর, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই পুনর্জাগরণে আলোর অভিযাত্রায় সমাজ গঠনে শপথ গ্রহণ করা হয়েছে নাটোরে। 

আজ শনিবার সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ সকাল দশটায় অনলাইনে সংযুক্ত হয়ে শপথ বাক্য পাঠ করান।

সমবেত কন্ঠে শপথ বাক্যে একটি যত্নশীল নতুন দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে দারিদ্র্যতামুক্ত, সহিংসামুক্ত, মানবিক ও সাম্যের ঐক্যবদ্ধ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয় । এছাড়া নারী ও শিশুর সুরক্ষা, তরুণ সমাজকে চালিকা শক্তি করে সম্প্রীতির নতুন অধ্যায় সৃষ্টির প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয়ভাবে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মুক্তাদির আরেফীন, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এবং জুলাই কন্যা সিনথিয়া খন্দকার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষা প্রদানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই কর্মসূচির আওতায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে সম্মানী ভাতা ও বৃত্তি প্রদান করা হচ্ছে এবং এর পরিধি ক্রমশ বাড়ছে। 

তারা আরও বলেন, সম্পদের সর্বোত্তম ব্যবহার করে অংশীদারিত্বের ভিত্তিতে সুসংহত ও বিকাশমান সামাজিক সেবা প্রদানের মাধ্যমে জনগণের জীবনমানের সমন্বিত সামাজিক উন্নয়ন সাধন করাই সরকারের লক্ষ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশ ছাড়লে ‘পলাতক’ হিসেবে গণ্য হবেন ভেনিজুয়েলার নোবেলজয়ী মাশাদো
ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারের পক্ষে ইইউ
সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে
সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিতে রওনা হয়েছেন বেগম খালেদা জিয়া
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ : দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম চালু
৩৬৭ রানে এগিয়ে চালকের আসনে বাংলাদেশ
জিম্বাবুয়ের কাছে হারল শ্রীলংকা
কোপ৩০ খসড়ায় জীবাশ্ম জ্বালানি বাদ; আপত্তি ৩০টির বেশি দেশের
চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট : উচ্চশিক্ষার নতুন দিগন্ত
ঝিনাইদহে মোটরসাইকেল থেকে পড়ে এক কিশোর নিহত
১০