নাটোরে আলোর অভিযাত্রায় সমাজ গঠনের শপথ

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৭:২১
শনিবার নাটোরে জুলাই পুনর্জাগরণে আলোর অভিযাত্রায় সমাজ গঠনে শপথ গ্রহণ করা হয়। ছবি: বাসস

নাটোর, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই পুনর্জাগরণে আলোর অভিযাত্রায় সমাজ গঠনে শপথ গ্রহণ করা হয়েছে নাটোরে। 

আজ শনিবার সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ সকাল দশটায় অনলাইনে সংযুক্ত হয়ে শপথ বাক্য পাঠ করান।

সমবেত কন্ঠে শপথ বাক্যে একটি যত্নশীল নতুন দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে দারিদ্র্যতামুক্ত, সহিংসামুক্ত, মানবিক ও সাম্যের ঐক্যবদ্ধ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয় । এছাড়া নারী ও শিশুর সুরক্ষা, তরুণ সমাজকে চালিকা শক্তি করে সম্প্রীতির নতুন অধ্যায় সৃষ্টির প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয়ভাবে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মুক্তাদির আরেফীন, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এবং জুলাই কন্যা সিনথিয়া খন্দকার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষা প্রদানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই কর্মসূচির আওতায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে সম্মানী ভাতা ও বৃত্তি প্রদান করা হচ্ছে এবং এর পরিধি ক্রমশ বাড়ছে। 

তারা আরও বলেন, সম্পদের সর্বোত্তম ব্যবহার করে অংশীদারিত্বের ভিত্তিতে সুসংহত ও বিকাশমান সামাজিক সেবা প্রদানের মাধ্যমে জনগণের জীবনমানের সমন্বিত সামাজিক উন্নয়ন সাধন করাই সরকারের লক্ষ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
পেস বোলিংয়ের পুনরুত্থানে তীব্র প্রতিযোগিতার মুখে পেসাররা
মোরেলগঞ্জ বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি বাবুল ও মেহেদী সম্পাদক
পুতিনকে মেলানিয়ার ‘শান্তির চিঠি’ তুলে দিলেন ট্রাম্প
রাশিয়া যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে 'পরিস্থিতি জটিল' হবে: জেলেনস্কি
নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪০
ভারতে এক বৃদ্ধা নারীর প্রতিবাদী পদযাত্রার ছবি বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ
৬০ কেজি গাঁজা ও ২ প্রাইভেট কারসহ দুই দম্পতি গ্রেফতার
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
১০