নাটোরে আলোর অভিযাত্রায় সমাজ গঠনের শপথ

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৭:২১
শনিবার নাটোরে জুলাই পুনর্জাগরণে আলোর অভিযাত্রায় সমাজ গঠনে শপথ গ্রহণ করা হয়। ছবি: বাসস

নাটোর, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই পুনর্জাগরণে আলোর অভিযাত্রায় সমাজ গঠনে শপথ গ্রহণ করা হয়েছে নাটোরে। 

আজ শনিবার সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ সকাল দশটায় অনলাইনে সংযুক্ত হয়ে শপথ বাক্য পাঠ করান।

সমবেত কন্ঠে শপথ বাক্যে একটি যত্নশীল নতুন দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে দারিদ্র্যতামুক্ত, সহিংসামুক্ত, মানবিক ও সাম্যের ঐক্যবদ্ধ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয় । এছাড়া নারী ও শিশুর সুরক্ষা, তরুণ সমাজকে চালিকা শক্তি করে সম্প্রীতির নতুন অধ্যায় সৃষ্টির প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয়ভাবে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মুক্তাদির আরেফীন, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এবং জুলাই কন্যা সিনথিয়া খন্দকার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষা প্রদানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই কর্মসূচির আওতায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে সম্মানী ভাতা ও বৃত্তি প্রদান করা হচ্ছে এবং এর পরিধি ক্রমশ বাড়ছে। 

তারা আরও বলেন, সম্পদের সর্বোত্তম ব্যবহার করে অংশীদারিত্বের ভিত্তিতে সুসংহত ও বিকাশমান সামাজিক সেবা প্রদানের মাধ্যমে জনগণের জীবনমানের সমন্বিত সামাজিক উন্নয়ন সাধন করাই সরকারের লক্ষ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপি হেডকোয়ার্টার্সে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত
সাবেক সিপিএ চেয়ারম্যান কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ভারত ম্যাচ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
দুর্নীতি, অনিয়ম ও হয়রানির অভিযোগে দুই জেলায় দুদকের অভিযান
রাজবাড়ি ও উপাধি নিয়ে চাপের মুখে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু
নির্বাচনের প্রস্তুতি: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির মতবিনিময় বৃহস্পতিবার
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ে চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী
জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই : আখতার হোসেন
১০