শরীয়তপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ ও আলোচনাসভা

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৭:২৮
শরীয়তপুরে শনিবার জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথপাঠ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত। ছবি: বাসস

শরীয়তপুর, ২৬ জুলাই ২০২৫ (বাসস) : জেলায় আজ জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথপাঠ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মসূচীর আয়োজন করা হয়। 

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথবাক্য পাঠ ও জাতীয় পর্যায়ের কর্মসূচী অনুসরণ করা হয়। 

এরপর দুপুর ১২টায় শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে এ আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার মো. নজরুল ইসলাম পিপিএম সেবা, বিএনপি নেতা মজিবুর রহমান প্রমুখ। 

এসময় শরীয়তপুর পৌরসভার প্রশাসক ও জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-রিচালক মো. ওয়াহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল হাসান, জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সিদ্দিক, গণঅধিকারের এডভোকেট ফিরোজ আহম্মেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির, জুলাই কন্যা কান্তা ও আদর প্রমুখ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর ভাটারায় অপহৃত ফল ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ৫
সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী পরিচালিত কার্যক্রম
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা
হত্যা মামলায় আশুলিয়া আওয়ামী লীগ নেতা মোতালেব বেপারী গ্রেফতার
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১০