শরীয়তপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ ও আলোচনাসভা

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৭:২৮
শরীয়তপুরে শনিবার জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথপাঠ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত। ছবি: বাসস

শরীয়তপুর, ২৬ জুলাই ২০২৫ (বাসস) : জেলায় আজ জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথপাঠ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মসূচীর আয়োজন করা হয়। 

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথবাক্য পাঠ ও জাতীয় পর্যায়ের কর্মসূচী অনুসরণ করা হয়। 

এরপর দুপুর ১২টায় শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে এ আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার মো. নজরুল ইসলাম পিপিএম সেবা, বিএনপি নেতা মজিবুর রহমান প্রমুখ। 

এসময় শরীয়তপুর পৌরসভার প্রশাসক ও জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-রিচালক মো. ওয়াহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল হাসান, জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সিদ্দিক, গণঅধিকারের এডভোকেট ফিরোজ আহম্মেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির, জুলাই কন্যা কান্তা ও আদর প্রমুখ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কেসিসিতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন
লিগ্যাল এইডের টোল ফ্রি নম্বরে ১,৮৯,৮৯৬ জনকে আইনি সেবা
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের আইনি সহায়তা পেল ২৯,৫২৯ জন 
অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড
ডাকসু নির্বাচনে অনিদের প্রার্থীতা প্রত্যাহার, ছাত্রদলের জেসানকে পূর্ণ সমর্থন
ডাকসু নির্বাচন: যানবাহন চলাচল সংক্রান্ত ডিএমপির গণবিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
১০