বাগেরহাট, ২৬ জুলাই ২০২৫(বাসস): জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে সামাজিক সুরক্ষা নিশ্চিত করার শপথ নিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ ভার্চুয়ালি যুক্ত হয়ে এ শপথবাক্য পাঠ করান।
সামাজিক সেবা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে আজ সারাদেশে ‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় বাগেরহাট জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর আজ সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করে।
শপথ নামায় সামাজিক নিরাপত্তা কর্মসূচি সার্বজনীন করা, সেবা সহজিকরণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, দারিদ্র্যমুক্ত, সহিংসতামুক্ত, মানবিক ও সাম্যের দেশ গড়ার অঙ্গীকার উচ্চারণ করা হয়।
শপথে তারা বলেন, দেশের সকল নাগরিককে সামাজিক সুরক্ষার চাদরে ঢেকে দিতে আমরা বদ্ধ পরিকর। অঙ্গীকার করছি যে, নারী ও শিশু নির্যাতন দূর করে শহরে-গ্রামে মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো। ঘরে- রাস্তায়-কর্মস্থলে-বিদ্যাপীঠে-সাইবার স্পেসে গড়ে তুলবো নারী ও শিশুর নিরাপদ বিচরণ ক্ষেত্র। যা শুধু একটি রাষ্ট্রীয় কর্তব্য নয় বরং একটি মানবিক ও নৈতিক আহ্বান। একটি যত্নশীল নতুন দেশ গড়ার অঙ্গীকার।
শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের বাগেরহাট জেলা কর্মকর্তা সাহেলা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুল হক, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তর বাগেরহাটের উপপরিচালক রফিকুল ইসলাম।
শপথ অনুষ্ঠান শেষে শহরের স্বাধীনতা উদ্যানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।