নওগাঁয় বিজিবির অভিযানে ৫ চোরাকারবারি আটক

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৭:৫১

নওগাঁ, ২৬ জুলাই ২০২৫ (বাসস) : জেলার ধামইরহাট সীমান্ত থেকে ৫ জন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) সদস্যরা অভিযানকালে ৬৩ সিএফটি আকাশমনি কাঠ ও একটি ট্রাক জব্দ করেন। এগুলো ভারতে পাচার করা হচ্ছিল। 

আজ শনিবার ভোরে বস্তাবর বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬০ এমপির কাছে শিমুলতলী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। 

শনিবার দুপুরে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
আটককৃতরা হলেন, চকহরিপুর গ্রামের অমল চন্দ্র বর্মণ (৩৫), লিটন বর্মণ(২৮), নরেশ বর্মণ (৩২), সেলিমপুর গ্রামের রফিকুল ইসলাম (৫৫) ও উদয়শ্রী গ্রামের হামিদুল ইসলাম(২৫)।

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আটককৃতদের ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত কাঠ বন বিট অফিসে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। 

তিনি বলেন, নওগাঁ ও পাশের সীমান্তে গরু, মাদক পাচার ও অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।  

ধামইরহাট থানার ওসি আবু জাফর বলেন, আটককৃতদের গ্রেপ্তার দেখানো হয়েছে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারের পক্ষে ইইউ
সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে
সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিতে রওনা হয়েছেন বেগম খালেদা জিয়া
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ : দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম চালু
৩৬৭ রানে এগিয়ে চালকের আসনে বাংলাদেশ
জিম্বাবুয়ের কাছে হারল শ্রীলংকা
কোপ৩০ খসড়ায় জীবাশ্ম জ্বালানি বাদ; আপত্তি ৩০টির বেশি দেশের
চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট : উচ্চশিক্ষার নতুন দিগন্ত
ঝিনাইদহে মোটরসাইকেল থেকে পড়ে এক কিশোর নিহত
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
১০