নওগাঁয় বিজিবির অভিযানে ৫ চোরাকারবারি আটক

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৭:৫১

নওগাঁ, ২৬ জুলাই ২০২৫ (বাসস) : জেলার ধামইরহাট সীমান্ত থেকে ৫ জন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) সদস্যরা অভিযানকালে ৬৩ সিএফটি আকাশমনি কাঠ ও একটি ট্রাক জব্দ করেন। এগুলো ভারতে পাচার করা হচ্ছিল। 

আজ শনিবার ভোরে বস্তাবর বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬০ এমপির কাছে শিমুলতলী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। 

শনিবার দুপুরে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
আটককৃতরা হলেন, চকহরিপুর গ্রামের অমল চন্দ্র বর্মণ (৩৫), লিটন বর্মণ(২৮), নরেশ বর্মণ (৩২), সেলিমপুর গ্রামের রফিকুল ইসলাম (৫৫) ও উদয়শ্রী গ্রামের হামিদুল ইসলাম(২৫)।

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আটককৃতদের ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত কাঠ বন বিট অফিসে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। 

তিনি বলেন, নওগাঁ ও পাশের সীমান্তে গরু, মাদক পাচার ও অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।  

ধামইরহাট থানার ওসি আবু জাফর বলেন, আটককৃতদের গ্রেপ্তার দেখানো হয়েছে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২০২৬ ফুটবল বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’ উন্মোচন করলো ফিফা
টেকনাফে নৌবাহিনী ও কোস্টগার্ডের অভিযানে অপহরণের শিকার ৩৯ জন উদ্ধার, ২ পাচারকারী আটক
রাহুল-জুরেল ও জাদেজার সেঞ্চুরিতে বড় লিড ভারতের
রাজশাহীতে কাল থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক টেনিস চ্যাম্পিয়নশিপ
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিনের তাপমাত্রা
সোধির রেকর্ডের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত
কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
মারুফার প্রশংসায় মালিঙ্গা
জামায়াত ক্ষমতায় এলে ৪ কোটি যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে : উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান
১০