নওগাঁয় বিজিবির অভিযানে ৫ চোরাকারবারি আটক

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৭:৫১

নওগাঁ, ২৬ জুলাই ২০২৫ (বাসস) : জেলার ধামইরহাট সীমান্ত থেকে ৫ জন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) সদস্যরা অভিযানকালে ৬৩ সিএফটি আকাশমনি কাঠ ও একটি ট্রাক জব্দ করেন। এগুলো ভারতে পাচার করা হচ্ছিল। 

আজ শনিবার ভোরে বস্তাবর বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬০ এমপির কাছে শিমুলতলী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। 

শনিবার দুপুরে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
আটককৃতরা হলেন, চকহরিপুর গ্রামের অমল চন্দ্র বর্মণ (৩৫), লিটন বর্মণ(২৮), নরেশ বর্মণ (৩২), সেলিমপুর গ্রামের রফিকুল ইসলাম (৫৫) ও উদয়শ্রী গ্রামের হামিদুল ইসলাম(২৫)।

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আটককৃতদের ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত কাঠ বন বিট অফিসে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। 

তিনি বলেন, নওগাঁ ও পাশের সীমান্তে গরু, মাদক পাচার ও অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।  

ধামইরহাট থানার ওসি আবু জাফর বলেন, আটককৃতদের গ্রেপ্তার দেখানো হয়েছে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কেসিসিতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন
লিগ্যাল এইডের টোল ফ্রি নম্বরে ১,৮৯,৮৯৬ জনকে আইনি সেবা
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের আইনি সহায়তা পেল ২৯,৫২৯ জন 
অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড
ডাকসু নির্বাচনে অনিদের প্রার্থীতা প্রত্যাহার, ছাত্রদলের জেসানকে পূর্ণ সমর্থন
ডাকসু নির্বাচন: যানবাহন চলাচল সংক্রান্ত ডিএমপির গণবিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
১০