লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে নারী নিহত

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৭:৫৪

লালমনিরহাট, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার আদিতমারী উপজেলায় জমির নিয়ে বিরোধের জেড়ে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। 

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলার দুর্গাপুরের উত্তর গোবধা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মোছা. আছিয়া বেগম (৫০) একই গ্রামের মোঃ আফার উদ্দিনের স্ত্রী। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানান, আছিয়া বেগমের সঙ্গে তার ভাতিজা রেজাউলের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। সকালে জমি চাষ করতে গিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে আছিয়া বেগম মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় অন্তত তিনজন আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
পেস বোলিংয়ের পুনরুত্থানে তীব্র প্রতিযোগিতার মুখে পেসাররা
মোরেলগঞ্জ বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি বাবুল ও মেহেদী সম্পাদক
পুতিনকে মেলানিয়ার ‘শান্তির চিঠি’ তুলে দিলেন ট্রাম্প
রাশিয়া যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে 'পরিস্থিতি জটিল' হবে: জেলেনস্কি
নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪০
ভারতে এক বৃদ্ধা নারীর প্রতিবাদী পদযাত্রার ছবি বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ
৬০ কেজি গাঁজা ও ২ প্রাইভেট কারসহ দুই দম্পতি গ্রেফতার
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
১০