লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে নারী নিহত

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৭:৫৪

লালমনিরহাট, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার আদিতমারী উপজেলায় জমির নিয়ে বিরোধের জেড়ে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। 

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলার দুর্গাপুরের উত্তর গোবধা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মোছা. আছিয়া বেগম (৫০) একই গ্রামের মোঃ আফার উদ্দিনের স্ত্রী। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানান, আছিয়া বেগমের সঙ্গে তার ভাতিজা রেজাউলের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। সকালে জমি চাষ করতে গিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে আছিয়া বেগম মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় অন্তত তিনজন আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারের পক্ষে ইইউ
সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে
সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিতে রওনা হয়েছেন বেগম খালেদা জিয়া
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ : দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম চালু
৩৬৭ রানে এগিয়ে চালকের আসনে বাংলাদেশ
জিম্বাবুয়ের কাছে হারল শ্রীলংকা
কোপ৩০ খসড়ায় জীবাশ্ম জ্বালানি বাদ; আপত্তি ৩০টির বেশি দেশের
চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট : উচ্চশিক্ষার নতুন দিগন্ত
ঝিনাইদহে মোটরসাইকেল থেকে পড়ে এক কিশোর নিহত
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
১০