জাবিতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার ‘হায়ার স্টাডি ৩৬০ ডিগ্রি, ২০২৫’ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৭:৫৭
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হায়ার স্টাডি ক্লাব এর আয়োজনে শুক্রবার জাবি’র জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ‘হায়ার স্টাডি ৩৬০ ডিগ্রি, ২০২৫’ অনুষ্ঠিত। ছবি: বাসস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হায়ার স্টাডি ক্লাব (জেইউএইচএসসি)’র আয়োজনে গতকাল (শুক্রবার) ‘হায়ার স্টাডি ৩৬০ ডিগ্রি,২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

জাবি’র জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩শ’র বেশি শিক্ষার্থী অংশ নেন। ক্লাবের মিডিয়া পরিচালক মাহ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান দীপু এবং ক্লাবের সহ-প্রতিষ্ঠাতা আবু সায়েম রিমন।

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এ বছর বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া ২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়।

এডুকেশনইউএসএ-এর সোহেল ইকবাল আবেদন প্রক্রিয়া এবং উদ্দেশ্য বিবৃতি (এসওপি) লেখার উপর একটি বক্তৃতা দেন, অন্যদিকে আইডিপি বাংলাদেশ আইইএলটিএস প্রস্তুতির উপর একটি বিশেষ মাস্টারক্লাস পরিচালনা করেন।

এ ছাড়া বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। মূল সেশনগুলোতে ইরাসমাস মুন্ডাস ও কমনওয়েলথ স্কলারশিপ প্রোগ্রামের ওপর বিস্তারিত আলোচনা হয়।

এডুকেশনইউএসএ’র সোহেল ইকবাল বিদেশে আবেদন প্রক্রিয়া ও স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) লেখার ওপর আলোকপাত করেন। অন্যদিকে আইডিপি বাংলাদেশ আইইএলটিএস প্রস্তুতির ওপর বিশেষ মাস্টারক্লাস পরিচালনা করে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হায়ার স্টাডি ক্লাবের সভাপতি মো. শাহিদুজ্জামান সরকার শাওন বলেন, ‘বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের পথে অন্যতম বড় বাধা হলো বড় স্বপ্ন দেখার ভয় ও সঠিক তথ্যের অভাব।’

তিনি আরো বলেন, ‘এই আয়োজন শিক্ষার্থীদের শুধু স্বপ্ন দেখতে উৎসাহই দেয় না, বরং উচ্চশিক্ষার পথে একটি পূর্ণাঙ্গ দিকনির্দেশনাও তৈরি করে। প্রতিবছর জাবির অনেক শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন এবং এ ক্ষেত্রে হায়ার স্টাডি ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

প্রতিষ্ঠালগ্ন থেকেই ক্লাবটি বিদেশে উচ্চশিক্ষা, আইইএলটিএস ও জিআরই প্রস্তুতি, স্কলারশিপ এবং বিশ্ববিদ্যালয়ে আবেদন সংক্রান্ত বিষয়ে সেমিনার ও কর্মশালা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে সহায়তা করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপি হেডকোয়ার্টার্সে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত
সাবেক সিপিএ চেয়ারম্যান কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ভারত ম্যাচ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
দুর্নীতি, অনিয়ম ও হয়রানির অভিযোগে দুই জেলায় দুদকের অভিযান
রাজবাড়ি ও উপাধি নিয়ে চাপের মুখে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু
নির্বাচনের প্রস্তুতি: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির মতবিনিময় বৃহস্পতিবার
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ে চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী
জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই : আখতার হোসেন
১০