জাবিতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার ‘হায়ার স্টাডি ৩৬০ ডিগ্রি, ২০২৫’ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৭:৫৭
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হায়ার স্টাডি ক্লাব এর আয়োজনে শুক্রবার জাবি’র জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ‘হায়ার স্টাডি ৩৬০ ডিগ্রি, ২০২৫’ অনুষ্ঠিত। ছবি: বাসস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হায়ার স্টাডি ক্লাব (জেইউএইচএসসি)’র আয়োজনে গতকাল (শুক্রবার) ‘হায়ার স্টাডি ৩৬০ ডিগ্রি,২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

জাবি’র জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩শ’র বেশি শিক্ষার্থী অংশ নেন। ক্লাবের মিডিয়া পরিচালক মাহ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান দীপু এবং ক্লাবের সহ-প্রতিষ্ঠাতা আবু সায়েম রিমন।

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এ বছর বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া ২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়।

এডুকেশনইউএসএ-এর সোহেল ইকবাল আবেদন প্রক্রিয়া এবং উদ্দেশ্য বিবৃতি (এসওপি) লেখার উপর একটি বক্তৃতা দেন, অন্যদিকে আইডিপি বাংলাদেশ আইইএলটিএস প্রস্তুতির উপর একটি বিশেষ মাস্টারক্লাস পরিচালনা করেন।

এ ছাড়া বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। মূল সেশনগুলোতে ইরাসমাস মুন্ডাস ও কমনওয়েলথ স্কলারশিপ প্রোগ্রামের ওপর বিস্তারিত আলোচনা হয়।

এডুকেশনইউএসএ’র সোহেল ইকবাল বিদেশে আবেদন প্রক্রিয়া ও স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) লেখার ওপর আলোকপাত করেন। অন্যদিকে আইডিপি বাংলাদেশ আইইএলটিএস প্রস্তুতির ওপর বিশেষ মাস্টারক্লাস পরিচালনা করে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হায়ার স্টাডি ক্লাবের সভাপতি মো. শাহিদুজ্জামান সরকার শাওন বলেন, ‘বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের পথে অন্যতম বড় বাধা হলো বড় স্বপ্ন দেখার ভয় ও সঠিক তথ্যের অভাব।’

তিনি আরো বলেন, ‘এই আয়োজন শিক্ষার্থীদের শুধু স্বপ্ন দেখতে উৎসাহই দেয় না, বরং উচ্চশিক্ষার পথে একটি পূর্ণাঙ্গ দিকনির্দেশনাও তৈরি করে। প্রতিবছর জাবির অনেক শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন এবং এ ক্ষেত্রে হায়ার স্টাডি ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

প্রতিষ্ঠালগ্ন থেকেই ক্লাবটি বিদেশে উচ্চশিক্ষা, আইইএলটিএস ও জিআরই প্রস্তুতি, স্কলারশিপ এবং বিশ্ববিদ্যালয়ে আবেদন সংক্রান্ত বিষয়ে সেমিনার ও কর্মশালা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে সহায়তা করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কেসিসিতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন
লিগ্যাল এইডের টোল ফ্রি নম্বরে ১,৮৯,৮৯৬ জনকে আইনি সেবা
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের আইনি সহায়তা পেল ২৯,৫২৯ জন 
অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড
ডাকসু নির্বাচনে অনিদের প্রার্থীতা প্রত্যাহার, ছাত্রদলের জেসানকে পূর্ণ সমর্থন
ডাকসু নির্বাচন: যানবাহন চলাচল সংক্রান্ত ডিএমপির গণবিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
১০