কুমিল্লায় ২৩ মামলার আসামি মামুনকে কুপিয়ে হত্যা

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৮:০৫

কুমিল্লা, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডের সামনে ২৩টি মামলার আসামি মো. আল-মামুন ওরফে মামুন সম্রাট নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা গৌরীপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. জুনায়েত চৌধুরী বাসস'কে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ওই ব্যক্তির রক্তাক্ত মরদেহ দেখতে পাই। দুর্বৃত্তরা কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

তিনি বলেন, মামুনসহ আরও তিন নারী রাতে কক্সবাজার উদ্দেশ্যে ঢাকা থেকে বাসে ওঠেন। গৌরীপুর বাসস্ট্যান্ডে বাসটি থামার পর পানি কিনতে মামুন গাড়ি থেকে নিচে নামার পর তিন-চারজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

নিহত আল-মামুন ওরফে মামুন সম্রাট কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মকবুল মেম্বারের ছেলে। তার বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাসসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ২৩টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারের পক্ষে ইইউ
সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে
সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিতে রওনা হয়েছেন বেগম খালেদা জিয়া
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ : দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম চালু
৩৬৭ রানে এগিয়ে চালকের আসনে বাংলাদেশ
জিম্বাবুয়ের কাছে হারল শ্রীলংকা
কোপ৩০ খসড়ায় জীবাশ্ম জ্বালানি বাদ; আপত্তি ৩০টির বেশি দেশের
চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট : উচ্চশিক্ষার নতুন দিগন্ত
ঝিনাইদহে মোটরসাইকেল থেকে পড়ে এক কিশোর নিহত
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
১০