জুলাই শহীদদের স্মরণে সাতক্ষীরায় দোয়া মাহফিল

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৮:০৩
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের মাগফেরাত কামনায় শনিবার সাতক্ষীরার শাহী মসজিদে দোয়া মাহফিল ও সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

সাতক্ষীরা, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আসিফসহ অন্য শহীদদের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার শহরের শাহী মসজিদে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আস্কারপুর শহীদ আসিফ আদর্শ বন্ধু মহল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি হয়। 

সংগঠনের সভাপতি আরাফাত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, সংগঠনের উপদেষ্টা অর্ঘ্য বিন জুয়েল, সহ-সভাপতি আল মামুন, ইমামুল হাসান, আব্দুল আজিজ নয়ন, সাধারণ সম্পাদক রাকিবুল মোড়ল, শহীদ আসিফের ভাই রাকিব হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাইল মাহদিন।

পরে সেখানে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন শাহী মসজিদের ইমাম মাওলানা মো. হাফিজুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকার উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজপথেই ছিলেন আসিফ। আহত এক সহযোদ্ধাকে পানি খাওয়ানোর জন্য তাকে টেনে তুলতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন আসিফ। আসিফ নিহত হওয়ার পর থেকে সাতক্ষীরাতেও আন্দোলন তুঙ্গে ওঠে।

আসিফ হাসান ঢাকার উত্তরায় নর্দান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলার আস্কারপুর গ্রামে। জুলাই আন্দোলনে সাতক্ষীরার প্রথম শহীদ তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কেসিসিতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন
লিগ্যাল এইডের টোল ফ্রি নম্বরে ১,৮৯,৮৯৬ জনকে আইনি সেবা
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের আইনি সহায়তা পেল ২৯,৫২৯ জন 
অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড
ডাকসু নির্বাচনে অনিদের প্রার্থীতা প্রত্যাহার, ছাত্রদলের জেসানকে পূর্ণ সমর্থন
ডাকসু নির্বাচন: যানবাহন চলাচল সংক্রান্ত ডিএমপির গণবিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
১০