হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শেষ হলো ২ দিনব্যাপী প্রশিক্ষণ 

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৮:৪৪
শেষ হলো ২ দিনব্যাপী প্রশিক্ষণ । ছবি : বাসস

হবিগঞ্জ, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী সরকারি খাতের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে।

আজ শনিবার বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ প্রশিক্ষণের সমাপনী ঘোষণা করেন।

প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের ৫২ জন শিক্ষক এবং কর্মকর্তা অংশগ্রহণ করেন। 

প্রশিক্ষণটি সরকারি আর্থিক নীতি, বাজেট প্রণয়ন, অর্থ ব্যয় ও অডিট পদ্ধতি, হিসাব সংরক্ষণ ও প্রতিবেদন তৈরির বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়।

এর আগে শুক্রবার সকাল ৯ টায় প্রশিক্ষণ কার্যক্রমটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ।  বক্তব্যে তিনি বলেন, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি খাতের আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে সঠিক জ্ঞান ও দক্ষতা অপরিহার্য। এই ধরনের প্রশিক্ষণ আমাদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। 

প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোঃ রেজাউল করিম হাওলাদার।

দুই দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা নানা ব্যবহারিক দিক ও বাস্তব উদাহরণের মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা ও প্রয়োগ পদ্ধতি নিয়ে ধারণা লাভ করেন। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশ ছাড়লে ‘পলাতক’ হিসেবে গণ্য হবেন ভেনিজুয়েলার নোবেলজয়ী মাশাদো
ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারের পক্ষে ইইউ
সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে
সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিতে রওনা হয়েছেন বেগম খালেদা জিয়া
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ : দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম চালু
৩৬৭ রানে এগিয়ে চালকের আসনে বাংলাদেশ
জিম্বাবুয়ের কাছে হারল শ্রীলংকা
কোপ৩০ খসড়ায় জীবাশ্ম জ্বালানি বাদ; আপত্তি ৩০টির বেশি দেশের
চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট : উচ্চশিক্ষার নতুন দিগন্ত
ঝিনাইদহে মোটরসাইকেল থেকে পড়ে এক কিশোর নিহত
১০