চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় রুপা জব্দ, আটক ২  

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৯:২৪
সীমান্তে ভারতীয় রুপা জব্দ, আটক ২ । ছবি : বাসস 

চুয়াডাঙ্গা, ২৬ জুলাই, ২০২৫(বাসস) : জেলার দর্শনা উপজেলায় আজ সীমান্তবর্তি এলাকায় অভিযানকালে ১০ কেজি ৮৩৮ গ্রাম ভারতীয় দানাদার রূপা-সহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

আজ শনিবার দর্শনা সীমান্তে ৭৭ নং মেইন পিলার ২ নং সাব-পিলার থেকে বাংলাদেশের দুই কিলোমিটার অভ্যন্তরে আজিমপুর ফুড গোডাউনের ভিতরে অভিযানকালে এসব সামগ্রী জব্দ ও দু’জনকে আটক করা হয়। 

আটককৃত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা পুরাতন বাজারের ইকরামুলের ছেলে রাজিউল ইসলাম (৩৭) ও দর্শনার আনোয়ারপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাগর আলী (২১)। 

আজ শনিবার চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার বেলা দেড়টার দিকে বিজিবি’র একটি দল সীমান্তে ৭৭ নং মেইন পিলার ২ নং সাব পিলার হতে বাংলাদেশের ২ কিলোমিটার অভ্যন্তরে দর্শনার আজিমপুর ফুড গোডাউনের ভিতর চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় টহলদল ২জন চোরাকারবারীকে আটক করে। আটককৃত ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে গোডাউনটি তল্লাশী করে ১০ কেজি ৮৩৮ গ্রাম ভারতীয় দানাদার রুপা-সহ একটি কাগজের কার্টন উদ্ধার করা হয়। এসময় চোরাকারবারীদের ব্যবহ্নত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বাজারমূল্য আনুমানিক ২৬ লাখ ৫১ হাজার ৯৫৮ টাকা। 
এ ঘটনায় বিজিবি’র নায়েব সুবেদার মো. এনায়েত হোসেন বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন। আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৯১
লন্ডন থেকে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া
ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশকে সঠিকভাবে পুনর্গঠন করতে হবে : গোলাম পরওয়ার
রমনা বিভাগের ডিসি মাসুদকে নিয়ে এআই প্রযুক্তির বিভ্রান্তিকর ছবি, ডিএমপির প্রতিবাদ
সচিব হলেন মঈন উদ্দিন আহমেদ
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা
নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ে আগামী মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে ইসি
জাপানের স্বেচ্ছাসেবক নার্স পাচ্ছেন ‘ফরেন মিনিস্টারস কমেনডেশন’
হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে বেগম খালেদা জিয়ার
১০