কুমিল্লায় জুলাই স্মরণে শহীদ পরিবারকে স্মারক ও সম্মাননা প্রদান

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১২:১১

কুমিল্লা, ৩১ জুলাই, ২০২৫ (বাসস): ঐতিহাসিক জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁদের পরিবার-পরিজনদের প্রতি সম্মান জানিয়ে গতকাল বুধবার সন্ধ্যায় কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ স্মারক ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।

ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমিল্লা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে ‘জুলাই বিপ্লব আলোচনা সভা’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। 

ন্যাশনাল ডক্টরস ফোরামের জেলা সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অধ্যাপক ডা. মাহমুদ হোসেন। এতে প্রধান বক্তব্য দেন, কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ।

ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. জহিরুল আলমের সঞ্চালনায় এবং ডা. মোহাম্মদ শাহ আলমের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে মূল পর্ব শুরু হয়। স্মারক অনুষ্ঠানটি শহীদদের মা-বাবাসহ পরিবারের সদস্যদের সম্মাননার মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

বিশেষ অতিথির বক্তব্য দেন, গোমতি হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. মুজিবুর রহমান, অধ্যাপক ডা. ফজলুল হক লিটন, ডা. উম্মে কুলসুম মুনমুন, অধ্যাপক ডা. মো. মাহবুবুল ইসলাম মজুমদার প্রমুখ। 

অনুষ্ঠান শেষে শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয় তাঁদের সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল, জুলাই বিপ্লব নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন। এতে আন্দোলনের প্রেক্ষাপট, দমন-পীড়ন, চিকিৎসাসেবা এবং শহীদদের জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। 

স্মারক অনুষ্ঠানটির মধ্য দিয়ে কুমিল্লায় শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো এবং তাঁদের পরিবারকে সম্মানিত করার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল চিকিৎসক সমাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে ৩৮ বছরের শিক্ষকতা শেষে শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষকের বিদায়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাসপাতালে
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
১০