ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৩:০১
ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের পুর্ব জুম্মা পাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বুধবার রাতে দুই’টি পরিবারের বসত ঘরসহ গবাদিপশু পুড়ে গেছে। ছবি : বাসস

কুড়িগ্রাম, ৩১ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার ফুলবাড়ী উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে গতকাল বুধবার রাত বারোটার দিকে দুই’টি পরিবারের বসত ঘরসহ গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে।

উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের পুর্ব জুম্মা পাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে সবকিছু পুড়ে শেষ হয়ে যায়। সব হারিয়ে পরিবার দুটি খোলা আকাশের নিচে বসবাস করছে। 
শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল জানান, রাত ১২ টার দিকে বিদ্যুতের সটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে ওই গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে জাহাঙ্গীরের ছোটভাই জাহিদুল ইসলামের বাড়িতেও ছড়িয়ে পরে। এক থেকে দেড় ঘন্টার মধ্যে আগুনে ওই দুই পরিবারের ৬ টি টিনের ঘর, ৩টি গরু, ৩ টি ছাগল, অর্ধশতাধিক হাঁস-মুরগিসহ বাইসাইকেল পুড়ে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। তিনি আরও জানান, আজ বৃহস্পতিবার সকালে গিয়ে দুই পরিবারের ক্ষয়ক্ষতির তালিকা করে উপজেলা নির্বাহী অফিসার ও ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার দপ্তরে দাখিল করা হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম জানান, খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে শুকনা খাবার দেয়া হয়েছে। পরবর্তীতে তাদের ঘর নির্মানের জন্য ঢেউটিন এবং আর্থিক সহায়তা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিআইডব্লিউটিএ’র দুই কর্মকর্তার উৎকোচ গ্রহণের অভিযোগ তদন্তে কমিটি গঠন 
নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল ও ক্রীড়া সাংবাদিকদের জরুরি প্রত্যাবর্তন
ব্রেস্ট ক্যান্সার নিয়ে ভীতি নয়, সচেতনতা তৈরি করতে হবে : চসিক মেয়র 
লিগ্যাল এইডের মাধ্যমে শ্রমিকদের ৬ কোটি ৬৯ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়
দুর্গাপূজা সামনে রেখে খুলনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা
১০ দিনে রেমিট্যান্স প্রবাহে ১৯.৩ শতাংশ প্রবৃদ্ধি
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ
বিএফআইডিসি আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্ভাবনা তৈরি করতে সক্ষম : রিজওয়ানা হাসান
গণপূর্ত অধিদপ্তরের দুই উপ-সহকারী প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর
স্ত্রীসহ বগুড়ার সাবেক এমপি রিপুর দেশত্যাগের নিষেধাজ্ঞা
১০