চাঁদপুরে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ৩

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৫:০৩
চাঁদপুরে পুলিশের অভিযানে চুরি হওয়া ৬টি মোটরসাইকেল উদ্ধার ও অপরাধী আটক বিষয়ে বৃহস্পতিবার সদর থানায় প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার । ছবি : বাসস

চাঁদপুর, ৩১ জুলাই, ২০২৫ (বাসস) : চাঁদপুরে পুলিশের অভিযানে চুরি হওয়া ৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে।

আজ দুপুরে চাঁদপুর সদর থানায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান।

আটককৃতরা হলেন-জেলার ফরিদগঞ্জ পৌরসভার ৭নম্বর ওয়ার্ড কাচিয়াড়া পশ্চিম পাঠান বাড়ির হারুন অর রশিদের ছেলে রাফসান ইসলাম নিলয় (২০), রূপসা ইউনিয়নের বারো পাইকা গ্রামের মো. সেলিমের ছেলে মো. ইয়ামিন (২১) ও সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজগাছতলা বাদামতলী খান বাড়ীর আব্দুল মান্নান খানের ছেলে আব্দুস সালাম (২৬)।

পুলিশ জানায়, বুধবার বিকেলে সদর মডেল থানা পুলিশ শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুইজন মোটরসাইকেল চোরকে চুরি করে আনা মোটরসাইকেলসহ আটক করে। 

তাদের জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে জড়িত রাফসান ও ইয়ামিনের সন্ধান পাওয়া যায়। মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত নিজগাছতলা এলাকার সালাম মটরস এর আব্দুস সালাম এর সন্ধান মেলে। তিনি চোরাইকৃত মোটরসাইকেল তার গ্যারেজে সংরক্ষণ করতেন।

আটক চোর চক্রের সদস্যরা পুলিশকে জানান, তারা লক্ষীপুর, কুমিল্লাসহ আশপাশের এলাকা থেকে অজ্ঞাতনামা চোর চক্রের সদস্যদের কাছ থেকে এসব মোটরসাইকেল ক্রয় করতেন। এর মধ্যে অধিকাংশ মোটরসাইকেলের নিবন্ধন নেই।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান বলেন, পুলিশ প্রথমে শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নিলয় ও ইয়ামিনকে আটক করে। তাদের দেয়া তথ্যে চোরাই মোটরসাইকেলগুলো নিজগাছতলা সালামের গ্যারেজ থেকে উদ্ধার করা হয়। সালামকেও আটক করা হয়েছে। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মতলবের ফুটবল বিস্ময়বালক সোহানের পাশে তারেক রহমান
জুলাই গণঅভ্যুত্থানের একবছর: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে নানামুখী কাজের উদ্যোগ
বাকিতে মাদক না দেওয়ায় ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ১
চাঁদপুর ছেংঙ্গারচরে বিএনপির বিজয় র‌্যালি ও সমাবেশ
বিমান দুর্ঘটনায় নিহত সামিরের পরিবারের খোঁজ নিলেন তারেক রহমান
অসহায় ও দুস্থদের মাঝে ৩.৩৫ লাখ টন চাল বিতরণ করেছে সরকার
দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে সরকার 
জুলাই গণঅভ্যুত্থানের একবছর: পরিবেশ রক্ষায় দৃশ্যমান সাফল্যে অন্তর্বর্তী সরকার
কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত
ভূমি সেবায় ডিজিটাল অগ্রযাত্রা : বিগত একবছরে ভূমি মন্ত্রণালয়ের সাফল্য ও সংস্কার
১০