চাঁদপুরে ধর্ষণ মামলায় যুবকের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৫:৩৪
ছবি : বাসস

চাঁদপুর, ৩১ জুলাই, ২০২৫ (বাসস) : চাঁদপুরে কলেজশিক্ষার্থীকে অপরহণ ও ধর্ষণের অভিযোগে করা মামলায় এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদাণ্ড দিয়েছেন আদালত।

বিশ্বনাথ চন্দ্র দাস (৩৪) নামে ওই যুবককে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।  

আজ দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. আব্দুল হান্নান এই রায় ঘোষণা করেন। 

বিশ্বনাথ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর থানার দড়িয়া দৌলত মুল্লক গ্রামের মতিলাল চন্দ্র দাসের ছেলে।

অপরহণ ও ধর্ষণের শিকার শিক্ষার্থীর বাড়ি জেলার কচুয়া উপজেলায়। তিনি পাশের মতলব দক্ষিণ উপজেলার একটি কলেজে উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, আসামি তার কয়েকজন সহযোগীকে নিয়ে ২০১৩ সালের ২৪ সেপ্টেম্বর ওই শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায়। পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে মতলব দক্ষিণ থানায় ২৮ সেপ্টেম্বর নিখোঁজ ডায়েরি করেন। 

এরপর ৯ অক্টোবর অপহৃত শিক্ষার্থী তার চাচার কাছে কল করে জানায় বিশ্বনাথ চন্দ্র দাস তার সহযোগীদের নিয়ে বাড়িতে ফেরার পথ থেকে তাকে অপহরণ করে তার বাড়িতে নিয়ে আটকে রাখে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর চাচা মতলব দক্ষিণ থানায় ৯ অক্টোবর মামলা করেন।

মামলা তদন্ত করে মতলব দক্ষিণ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন ২০১৩ সালের ২৬ নভেম্বর আদালতে চার্জশিট দেন।  

স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) শিরিন সুলতানা মুক্তা বলেন, প্রায় ১২ বছর মামলাটি চলমান অবস্থায় ৪ জনের স্বাক্ষ্যগ্রহণ করেন আদালত। আসামির অনপুস্থিতিতে স্বাক্ষ্য প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক রায় দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিআইডব্লিউটিএ’র দুই কর্মকর্তার উৎকোচ গ্রহণের অভিযোগ তদন্তে কমিটি গঠন 
নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল ও ক্রীড়া সাংবাদিকদের জরুরি প্রত্যাবর্তন
ব্রেস্ট ক্যান্সার নিয়ে ভীতি নয়, সচেতনতা তৈরি করতে হবে : চসিক মেয়র 
লিগ্যাল এইডের মাধ্যমে শ্রমিকদের ৬ কোটি ৬৯ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়
দুর্গাপূজা সামনে রেখে খুলনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা
১০ দিনে রেমিট্যান্স প্রবাহে ১৯.৩ শতাংশ প্রবৃদ্ধি
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ
বিএফআইডিসি আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্ভাবনা তৈরি করতে সক্ষম : রিজওয়ানা হাসান
গণপূর্ত অধিদপ্তরের দুই উপ-সহকারী প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর
স্ত্রীসহ বগুড়ার সাবেক এমপি রিপুর দেশত্যাগের নিষেধাজ্ঞা
১০