চাঁদপুরে ধর্ষণ মামলায় যুবকের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৫:৩৪
ছবি : বাসস

চাঁদপুর, ৩১ জুলাই, ২০২৫ (বাসস) : চাঁদপুরে কলেজশিক্ষার্থীকে অপরহণ ও ধর্ষণের অভিযোগে করা মামলায় এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদাণ্ড দিয়েছেন আদালত।

বিশ্বনাথ চন্দ্র দাস (৩৪) নামে ওই যুবককে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।  

আজ দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. আব্দুল হান্নান এই রায় ঘোষণা করেন। 

বিশ্বনাথ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর থানার দড়িয়া দৌলত মুল্লক গ্রামের মতিলাল চন্দ্র দাসের ছেলে।

অপরহণ ও ধর্ষণের শিকার শিক্ষার্থীর বাড়ি জেলার কচুয়া উপজেলায়। তিনি পাশের মতলব দক্ষিণ উপজেলার একটি কলেজে উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, আসামি তার কয়েকজন সহযোগীকে নিয়ে ২০১৩ সালের ২৪ সেপ্টেম্বর ওই শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায়। পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে মতলব দক্ষিণ থানায় ২৮ সেপ্টেম্বর নিখোঁজ ডায়েরি করেন। 

এরপর ৯ অক্টোবর অপহৃত শিক্ষার্থী তার চাচার কাছে কল করে জানায় বিশ্বনাথ চন্দ্র দাস তার সহযোগীদের নিয়ে বাড়িতে ফেরার পথ থেকে তাকে অপহরণ করে তার বাড়িতে নিয়ে আটকে রাখে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর চাচা মতলব দক্ষিণ থানায় ৯ অক্টোবর মামলা করেন।

মামলা তদন্ত করে মতলব দক্ষিণ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন ২০১৩ সালের ২৬ নভেম্বর আদালতে চার্জশিট দেন।  

স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) শিরিন সুলতানা মুক্তা বলেন, প্রায় ১২ বছর মামলাটি চলমান অবস্থায় ৪ জনের স্বাক্ষ্যগ্রহণ করেন আদালত। আসামির অনপুস্থিতিতে স্বাক্ষ্য প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক রায় দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ২৬
চাঁদপুরে ‘রিমেম্বার দ্য হিরোস’ কর্মসূচিতে ছাত্রলীগের হামলা
নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে এবি পার্টি
২ আগস্ট/৩৩ জুলাই : ৩ আগস্ট সারাদেশে বিক্ষোভ, ৪ আগস্ট থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ঘোষণা
ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা ‘ন্যক্কারজনক’: ট্রাম্প
হোয়াইট হাউসে ২০০ মিলিয়ন ডলারে বলরুম নির্মাণের পরিকল্পনা ট্রাম্পের
যৌথ বাহিনী অভিযানে এক সপ্তাহে সারাদেশে আটক ২৮৮ জন
গাজায় আজ ত্রাণ বিতরণ পরিদর্শন করবেন মার্কিন দূত উইটকফ
আগামীকাল সুপ্রিম কোর্টে আইন শিক্ষার্থীদের সঙ্গে পারস্পরিক সংলাপ
ঢাবিতে জুলাই যোদ্ধাদের স্মরণে মাসব্যাপী সেমিনার সিরিজ
১০