চাঁদপুরে ধর্ষণ মামলায় যুবকের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৫:৩৪
ছবি : বাসস

চাঁদপুর, ৩১ জুলাই, ২০২৫ (বাসস) : চাঁদপুরে কলেজশিক্ষার্থীকে অপরহণ ও ধর্ষণের অভিযোগে করা মামলায় এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদাণ্ড দিয়েছেন আদালত।

বিশ্বনাথ চন্দ্র দাস (৩৪) নামে ওই যুবককে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।  

আজ দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. আব্দুল হান্নান এই রায় ঘোষণা করেন। 

বিশ্বনাথ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর থানার দড়িয়া দৌলত মুল্লক গ্রামের মতিলাল চন্দ্র দাসের ছেলে।

অপরহণ ও ধর্ষণের শিকার শিক্ষার্থীর বাড়ি জেলার কচুয়া উপজেলায়। তিনি পাশের মতলব দক্ষিণ উপজেলার একটি কলেজে উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, আসামি তার কয়েকজন সহযোগীকে নিয়ে ২০১৩ সালের ২৪ সেপ্টেম্বর ওই শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায়। পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে মতলব দক্ষিণ থানায় ২৮ সেপ্টেম্বর নিখোঁজ ডায়েরি করেন। 

এরপর ৯ অক্টোবর অপহৃত শিক্ষার্থী তার চাচার কাছে কল করে জানায় বিশ্বনাথ চন্দ্র দাস তার সহযোগীদের নিয়ে বাড়িতে ফেরার পথ থেকে তাকে অপহরণ করে তার বাড়িতে নিয়ে আটকে রাখে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর চাচা মতলব দক্ষিণ থানায় ৯ অক্টোবর মামলা করেন।

মামলা তদন্ত করে মতলব দক্ষিণ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন ২০১৩ সালের ২৬ নভেম্বর আদালতে চার্জশিট দেন।  

স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) শিরিন সুলতানা মুক্তা বলেন, প্রায় ১২ বছর মামলাটি চলমান অবস্থায় ৪ জনের স্বাক্ষ্যগ্রহণ করেন আদালত। আসামির অনপুস্থিতিতে স্বাক্ষ্য প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক রায় দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
ভাষাসৈনিক আহমদ রফিকের পরলোকগমন
বিশেষ অভিযানে রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
টি২০ বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
১০