নাটোরে শিশু শহীদদের স্মরণে প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৫:৫৬ আপডেট: : ৩১ জুলাই ২০২৫, ১৬:০৯
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃহস্পতিবার জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো লালপুর উপজেলার বৈদ্যনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠান। ছবি : বাসস

নাটোর, ৩১ জুলাই, ২০২৫ (বাসস) : ২০২৪ সালের  জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো শিশু শহীদদের স্মরণে জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।

আজ জেলার ৭৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিলো জুলাই কেন্দ্রিক কবিতা, গান, রচনা, আবৃত্তি এবং চিত্রাংকন প্রতিযোগিতা এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী। 

জেলার লালপুর উপজেলার বৈদ্যনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা খাতুন সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সকল শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহন করেছেন। 

এমনকি শিশুদের অংশগ্রহন এবং তাদের প্রাণ বিসর্জন আলোড়ন সৃষ্টি করে। এই অর্জনকে শিক্ষনীয় হিসেবে গ্রহণ করে শিক্ষার্থীদের পড়াশুনায় মনোনিবেশ করতে হবে, দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠতে হবে।

সদর উপজেলার দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কুমার সরকার জানান, বৃষ্টি উপেক্ষা করে তিন শতাধিক শিক্ষার্থী আজ স্কুলে উপস্থিত হয় এবং তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন ও উপভোগ করে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম নবী জানান, মাইলস্টোন স্কুল এবং কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিশুদের প্রাণহানীর প্রেক্ষাপটে ২৪ জুলাই নির্ধারিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আজ একযোগে জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাছি ও চাষি সংকটে পটুয়াখালীর খেজুর রসের ঐতিহ্য হারানোর শঙ্কা
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে
মুক্তিযোদ্ধাদের স্বপ্নের শোষণমুক্ত ও কল্যাণমূলক রাষ্ট্র গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প 
বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের ৫৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান
সৌদি আরবে অপহরণ, দেশে মুক্তিপণ আদায় চক্রের সদস্য গ্রেফতার
কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
১০