ঝিনাইদহে চোরাই মোবাইল ও টাকা উদ্ধার

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৬:১১
জেলায় চুরি হওয়া ১১৯টি মোবাইল সেট উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে পুলিশ। ছবি : বাসস

ঝিনাইদহ, ৩১ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় চুরি হওয়া ১১৯টি মোবাইল সেট উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে পুলিশ। 

এছাড়া মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাতিয়ে নেওয়া ৮৬ হাজার ৭৯০ টাকা উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে।  

ঝিনাইদহ পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মোবাইল ও টাকা উদ্ধার করে।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃত মালিকদের মধ্যে এসব মালামাল ফিরিয়ে দেওয়া হয়।  

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া, ওসি (ডিবি) মো. আব্দুল হাশেম, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কর্মকর্তা খালিদ হাসান ও ইখলাচুর রহমান মিঠু উপস্থিত ছিলেন।

এসপি মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘটিত বিভিন্ন অপরাধ দমনে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠন করা হয়েছে। ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিশেন সেল নিয়মিত সাইবার পেট্রোলিং করে থাকে। 

এছাড়া সূত্রবিহীন হত্যাকাণ্ডসহ চাঞ্চল্যকর অপরাধমূলক কর্মকাণ্ডের সত্যতা ও অপরাধীদের শনাক্তে সাইবার সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ২৬
চাঁদপুরে ‘রিমেম্বার দ্য হিরোস’ কর্মসূচিতে ছাত্রলীগের হামলা
নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে এবি পার্টি
২ আগস্ট/৩৩ জুলাই : ৩ আগস্ট সারাদেশে বিক্ষোভ, ৪ আগস্ট থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ঘোষণা
ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা ‘ন্যক্কারজনক’: ট্রাম্প
হোয়াইট হাউসে ২০০ মিলিয়ন ডলারে বলরুম নির্মাণের পরিকল্পনা ট্রাম্পের
যৌথ বাহিনী অভিযানে এক সপ্তাহে সারাদেশে আটক ২৮৮ জন
গাজায় আজ ত্রাণ বিতরণ পরিদর্শন করবেন মার্কিন দূত উইটকফ
আগামীকাল সুপ্রিম কোর্টে আইন শিক্ষার্থীদের সঙ্গে পারস্পরিক সংলাপ
ঢাবিতে জুলাই যোদ্ধাদের স্মরণে মাসব্যাপী সেমিনার সিরিজ
১০