ঝিনাইদহে চোরাই মোবাইল ও টাকা উদ্ধার

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৬:১১
জেলায় চুরি হওয়া ১১৯টি মোবাইল সেট উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে পুলিশ। ছবি : বাসস

ঝিনাইদহ, ৩১ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় চুরি হওয়া ১১৯টি মোবাইল সেট উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে পুলিশ। 

এছাড়া মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাতিয়ে নেওয়া ৮৬ হাজার ৭৯০ টাকা উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে।  

ঝিনাইদহ পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মোবাইল ও টাকা উদ্ধার করে।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃত মালিকদের মধ্যে এসব মালামাল ফিরিয়ে দেওয়া হয়।  

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া, ওসি (ডিবি) মো. আব্দুল হাশেম, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কর্মকর্তা খালিদ হাসান ও ইখলাচুর রহমান মিঠু উপস্থিত ছিলেন।

এসপি মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘটিত বিভিন্ন অপরাধ দমনে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠন করা হয়েছে। ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিশেন সেল নিয়মিত সাইবার পেট্রোলিং করে থাকে। 

এছাড়া সূত্রবিহীন হত্যাকাণ্ডসহ চাঞ্চল্যকর অপরাধমূলক কর্মকাণ্ডের সত্যতা ও অপরাধীদের শনাক্তে সাইবার সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাছি ও চাষি সংকটে পটুয়াখালীর খেজুর রসের ঐতিহ্য হারানোর শঙ্কা
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে
মুক্তিযোদ্ধাদের স্বপ্নের শোষণমুক্ত ও কল্যাণমূলক রাষ্ট্র গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প 
বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের ৫৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান
সৌদি আরবে অপহরণ, দেশে মুক্তিপণ আদায় চক্রের সদস্য গ্রেফতার
কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
১০