ঝিনাইদহে চোরাই মোবাইল ও টাকা উদ্ধার

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৬:১১
জেলায় চুরি হওয়া ১১৯টি মোবাইল সেট উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে পুলিশ। ছবি : বাসস

ঝিনাইদহ, ৩১ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় চুরি হওয়া ১১৯টি মোবাইল সেট উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে পুলিশ। 

এছাড়া মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাতিয়ে নেওয়া ৮৬ হাজার ৭৯০ টাকা উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে।  

ঝিনাইদহ পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মোবাইল ও টাকা উদ্ধার করে।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃত মালিকদের মধ্যে এসব মালামাল ফিরিয়ে দেওয়া হয়।  

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া, ওসি (ডিবি) মো. আব্দুল হাশেম, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কর্মকর্তা খালিদ হাসান ও ইখলাচুর রহমান মিঠু উপস্থিত ছিলেন।

এসপি মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘটিত বিভিন্ন অপরাধ দমনে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠন করা হয়েছে। ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিশেন সেল নিয়মিত সাইবার পেট্রোলিং করে থাকে। 

এছাড়া সূত্রবিহীন হত্যাকাণ্ডসহ চাঞ্চল্যকর অপরাধমূলক কর্মকাণ্ডের সত্যতা ও অপরাধীদের শনাক্তে সাইবার সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সত্যিকার অর্থেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে : সেলিমা রহমান
সিলেটের কোম্পানীগঞ্জে ১০ বাল্কহেড জব্দ, ৯ জন আটক
গ্রাম আদালতের মূল লক্ষ্য হলো সমাজে শান্তি প্রতিষ্ঠা করা : অতিরিক্ত সচিব
বিজিবিতে আরও ২,২৫৮ পদ সৃষ্টির অনুমোদন
প্রাণী সুস্থ থাকলে মানুষও নিরাপদ থাকবে : ফরিদা আখতার
স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া ও নারী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
সিলেটে সিএনজি-অটোরিকশায় নিরাপত্তা গ্রিল বাধ্যতামূলক : এসএমপি কমিশনার
রোহিঙ্গা ক্যাম্প থেকে লক্ষাধিক ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা নারী আটক 
১০